সঞ্চয়ন মিত্র, কলকাতা : এই মরশুমের আজ শীতলতম দিন ( Coldest Day In Winter )। আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯। বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে সপ্তাহান্তে পারদ আরও নামার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের ( Alipore Met Office ) পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অন্তত ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম, এই জেলাগুলিতে শীতের আমেজ বেশি থাকবে। আগামী কয়েকদিন কেমন থাকবে তাপমাত্রা কলকাতায় ?
Date | Min Temp | Max Temp | Weather | |
24-Nov | 17.0 | 28.0 | Mainly Clear sky | |
25-Nov | 17.0 | 28.0 | Partly cloudy sky | |
26-Nov | 18.0 | 28.0 | Mainly Clear sky | |
27-Nov | 18.0 | 28.0 | Mainly Clear sky | |
28-Nov | 18.0 | 29.0 | Mainly Clear sky | |
29-Nov | 18.0 | 29.0 | Mainly Clear sky | |
30-Nov | 18.0 | 30.0 | Mainly Clear sky |
হাওড়া শহরের আবহাওয়া:
আজ হাওড়া জেলার (Howrah District) সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) ২৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১১ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৩ শতাংশ। হাওড়ার আকাশে আজ মেঘ সরবে। মূলত রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। বাতাসে শীতের পরশ মিলবে। ঠান্ডার আমেজ শুরু হয়ে গিয়েছে। আজ হাওড়ায় সূর্যোদয় (sunrise) হয়েছে ভোর ৫টা ৫৪ মিনিটে এবং সূর্যাস্ত (sunset) হবে সন্ধে ৪টা ৫১ মিনিটে।