কলকাতা : একধাক্কায় বেশ কিছুটা কমল কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সঙ্গে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, তা অবস্থান করছে ওড়িশার পারাদ্বীপ থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং দিঘা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে। আগামী ১২ ঘণ্টায় এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘মিধিলি’-তে (Cyclone Midhili) পরিণত হয়ে আছড়ে পড়তে পারে বাংলাদেশের মঙ্গলা ও খেপুপাড়ার মধ্যে। সেসময় এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার। ঘূর্ণিঝড় মিধিলির নাম দিয়েছে মলদ্বীপ।
কমল তাপমাত্রা, বইছে দমকা হাওয়া
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গতকাল রাত থেকেই এর প্রভাব পড়তে শুরু করেছে। সকাল থেকে মেঘলা আকাশ (Overcast Sky)। দমকা ঝোড়ো হাওয়া বইছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে হাওয়ার দাপট। দিঘায় পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দুই ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। কয়েক দফায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
রাজ্যের কোথায় কেমন আবহাওয়া
আজ ও কাল পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার সমুদ্র উপকূল এলাকায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ১৮ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। আজ শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। শনিবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আরও পড়ুন- নিম্নচাপের শক্তি বেড়ে ঘূর্ণিঝড় মিধিলি ! ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা