কলকাতা : ফের ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টির ভ্রুকুটি (Rain Forecast)। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ (Depression)। আআজই শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় মিধিলি (Cyclone Midhili)। শনিবার সকালে তার বাংলাদেশের উপকূল অতিক্রম করার কথা। নিম্নচাপের জেরে কলকাতা ও উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। সতর্কতা জারি সমুদ্র উপকূলবর্তী এলাকায়। 


ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি ?


উৎসবের আনন্দের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই এল মন খারাপের খবর। আবার ঘূর্ণিঝড় ও বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে। আবহাওয়া দফতরের (Metrological Department) পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে (Deep Depression)। অবস্থান করছে দিঘা থেকে ২৮০ কিমি দূরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার সকালেই নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড় 'মিধিলি'-তে (Cyclone Midhili Update)। এই ঝড়ের নামকরণ করেছে মলদ্বীপ। শনিবার সকালে বাংলাদেশের উপকূল অতিক্রম করার কথা ঘূর্ণিঝড়ের। 


দক্ষিণবঙ্গে বৃষ্টি-শঙ্কা 


নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে (South Bengal Weather Update)। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান। 


উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ


দক্ষিণে যখন সকাল থেকেই থমথমে আকাশের মুখ, তখন হাসছে উত্তরবঙ্গ (North Bengal Weather Update)। শীত এখনও জাঁকিয়ে বসেনি। আবার গরমও তেমন নেই। এমন মনোরম আবহাওয়ায় অনেকেই পাড়ি দিয়েছেন দার্জিলিং, কার্শিয়ং কিংবা কালিম্পঙে। পর্যটকদের মুখে হাসি ফুটিয়ে হেসে ওঠে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা। 


প্রসঙ্গত, শেষ পাওয়া খবর অনুযায়ী, গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গের দীঘা উপকূল থেকে ২৮০ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠে অবস্থান করছিল।এই গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূল ও লাগোয়া একাধিক জেলায় শনিবার পর্যন্ত যেমন বৃষ্টির পূর্বাভাস থাকছে। তেমনই সুন্দরবন লাগোয়া এলাকায় আজ বিকেল থেকে শনিবার বেলা পর্যন্ত ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, জানিয়েছে আবহাওয়া দফতর।


আরও পড়ুন- গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নিলে নাম হবে 'মিধিলি', কতটা শক্তিধর হবে সে?