অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দক্ষিণবঙ্গে চরম অস্বস্তিকর আবহাওয়া।  শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তি। তাপপ্রবাহের পরিস্থিতি আজ পশ্চিমের জেলায়। তাপপ্রবাহ মালদাতেও। চরম অস্বস্তি কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে।রবিবার ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা। শনিবার থেকেই বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে।

Continues below advertisement

আরও পড়ুন, সোশ্যালে পরিচয়, স্বামীকে ছেড়ে প্রেমিকের কাছে আসে গৃহবধূ, ট্রলিতে দেহ ভরে বাগুইআটিতে পাচারকাণ্ডে হাড় হিম করা তথ্য !

Continues below advertisement

কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

উত্তর বাংলাদেশ এবং উত্তরপূর্ব আসামে ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। উত্তর দক্ষিণ অক্ষরেখা ছত্তিশগড় থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত বিস্তৃত। যেটি বিদর্ভ কর্ণাটক তামিলনাডুর উপর দিয়ে বিস্তৃত। তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমের তিন জেলাতে। সব জেলাতেই গরম আর অস্বস্তিকর আবহাওয়া। অস্বস্তিকর আবহাওয়া। আজ থেকে শুষ্ক গরম বাড়বে। শনিবার পর্যন্ত দাবদাহ চলবে। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন;  রবিবার থেকে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। এই জেলাগুলির মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম যেমন রয়েছে তেমনি বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলা ও রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও গরম এবং অস্বস্তি থাকবে।শনিবার থেকে পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টি বাড়বে। রবিবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

 কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?

 উত্তরবঙ্গে মালদাতে তাপপ্রবাহের পরিস্থিতি। দুই দিনাজপুরের কিছু অংশে গরম ও অস্বস্তি বাড়বে। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং সহ উপরের দিকের কয়েকটি জেলাতে। মালদা জেলাতে ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রা তাপপ্রবাহের পরিস্থিতি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই পরিস্থিতি থাকবে শুক্রবার পর্যন্ত। 

কেমন আবহাওয়া থাকবে কলকাতায় ?

 কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয়বাষ্পের সঙ্গে গরমের অস্বস্তি চরমে।  রাতের গরম ও দিনের প্রখর তাপে শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া। আগামী শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া শহর জুড়ে। রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উইকেন্ডে ফের হাওয়া বদল হবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে বুধবার এর মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৮৭ শতাংশ। 

কেমন আবহাওয়া সারা দেশে ?

 ভিনরাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে। ভারী বৃষ্টি হবে মিজোরাম মনিপুর নাগাল্যান্ড এবং ত্রিপুরাতেও। তাপপ্রবাহের সম্ভাবনা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি উত্তর প্রদেশ বিদর্ভ এবং মধ্যপ্রদেশ রাজস্থান ছত্রিশগড় ঝাড়খন্ড ও সিকিম বিহার ওড়িশা তে।। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বিহার ঝাড়খন্ড কঙ্কন গোয়া কেরালা মাহে অন্ধ্রপ্রদেশ ইয়ানাম গুজরাট তামিলনাড়ু করাইকাল ও পন্ডিচেরিতে। বাংলা ওড়িশা তে গরম রাতের অস্বস্তি।