কলকাতা : গুজরাত, মধ্যপ্রদেশ, অথচ ঘোর বর্ষাতেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে, তার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা।

মাঝারি বৃষ্টি না ভারী বৃষ্টি ? 
তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপ সমুদ্রের ওপরে থাকায় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। তাই আজ থেকে শুক্রবার পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী কয়েকদিন কলকাতায় মাঝারি থেকে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। 

এক নজরে আগামী কয়েকদিনের মহানগরের আবহাওয়া আইএমডি অনুসারে 

দিন Min
তাপমাত্রা 
Max তাপমাত্রা  কেমন থাকবে মহানগরীর আবহাওয়া 
13-Jul 27.0 34.0 আংশিক মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি 
14-Jul 27.0 33.0 আংশিক মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি ,
কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি 
15-Jul 26.0 34.0 আংশিক মেঘলা আকাশ, কয়েক পশলা থেকে মাঝারি  বৃষ্টি
16-Jul 27.0 33.0 আংশিক মেঘলা আকাশ, কয়েক পশলা থেকে মাঝারি  বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি 
17-Jul 27.0 34.0 আংশিক মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি ,
কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি 
18-Jul 28.0 34.0 আংশিক মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি ,
কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি 

দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টি কম
উত্তরবঙ্গ ভাসলেও, বর্ষার শুরুতে এবার দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার প্রথম মাসে উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৫৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। উল্টোদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ ৪৮ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার প্রথম মাসে, জুনে, উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৫৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির ঘাটতির পরিমাণ ৪৮ শতাংশ।  কলকাতায় এই ঘাটতির পরিমাণ ৫৯ শতাংশ।