সঞ্চয়ন মিত্র, কলকাতা : পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে ( Depression ) পরিণত হবে বলে মত আবহবিদদের। এরপর তা উত্তর বঙ্গোপসাগরের দিকে উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হবে। ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে এটি আরও শক্তি বাড়াবে বলে পূর্বাভাস। শনিবার এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর অভিমুখ উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূল।


 IMD রও পূর্বাভাস, শনি ও রবিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি হবে। দুর্গাপুজোর ( Durga Puja )  আগে এই সপ্তাহান্তের ব্যবসার দিকে তাকিয়ে থাকেন ব্যবসায়ীরা। সেটা বেশ কিছুটা বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছে। পুজোর মুখে থাবা চওড়া হচ্ছে মশাবাহিত বিভিন্ন রোগের। বিশেষত হু হু করে বাড়ছে ডেঙ্গি ( Dengue ) । বৃষ্টি কমার আগে এই রোগের দাপট কমার সম্ভাবনা খুবই কম। তাই বারবার এই বৃষ্টি, ডেঙ্গির প্রকোপ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। 


দক্ষিণবঙ্গে মেঘলা আকাশই থাকবে দিনভর। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। উপকূলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির আবহাওয়া থাকবে বলে অনুমান আবহবিদদের।


উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির বাড়লেও ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির স্পেল শুরু হবে পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই জেলাগুলিতে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে। আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ সহ  বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বাড়বে বৃষ্টি। সোমবার বৃষ্টির আশঙ্কা রয়েছে । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯৩ শতাংশ।