অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : পুজোর শেষ দফায় বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ও গভীর নিম্নচাপের জেরে দশমী এবং একাদশীতে ভাসবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতাতেও। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। দ্বাদশীতেও চলবে বৃষ্টি। তবে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার রেড রোডে পুজো কার্নিভাল। সেই দিনও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দ্বাদশীর পর থেকে সম্ভবত কমবে বৃষ্টির পরিমাণ এবং দাপট। তবে হাওয়া অফিস সূত্রে খবর, সেই সময় অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করবেন সাধারণ মানুষ। 

এবছর সারা পুজোয় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে পুজোর দিনগুলোয় সেভাবে বৃষ্টি হয়নি। কিছু জায়গায় অবশ্য বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা ভারী বৃষ্টি হয়েছে। তবে নাগাড়ে বৃষ্টি হতে দেখা যায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর তাই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখাটা মাটি হয়। নবমীর দিনের বেলা পর্যন্ত আবহাওয়া সাংঘাতিক খারাপ হয়নি। তাই সাধারণ মানুষের পুজোর আনন্দ নষ্ট হয়নি। তবে পুজোর শেষলগ্নে এসে মায়ের বিদায়ের আগে আবহাওয়ার বিরূপ দেখতে হতে পারে ভেবে মনখারাপ আপামর বাঙালির। এবছর বৃষ্টিও হয়েছে প্রচুর। বর্ষার বৃষ্টির সঙ্গে ছিল নিম্নচাপের জেরে বর্ষণে। সব মিলিয়ে এমনিতেই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, দু জায়গাতেই পরিস্থিতি বেশ খারাপ হয়েছিল। 

শুক্রবার একাদশীর দিন ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাতে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ঝোড়ো হাওয়াও বইতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে। ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা বাতাস। বাকি উপকূল সংলগ্ন জেলাতেগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। 

দ্বাদশীর দিন, শনিবারেও, ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকাতে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবারে কলকাতায় কার্নিভালের দিন কমবে বৃষ্টি। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রৌদ্রজ্জ্বল আবহাওয়া সকালের দিকে কোথাও কোথাও দেখা যাবে। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি ভোগাতে পারে।সোম এবং মঙ্গলবারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে।