ঝিলম করঞ্জাই, কলকাতা : বুঝবার থেকে বাড়বে দহন-জ্বালা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বেলা বাড়তেই জ্বালাপোড়া গরমে নাজেহাল হবেন সবাই। তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতাও রয়েছে বাংলার কয়েকটি জেলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, 'রাজ্যের উপর বায়ুস্তরের নিম্নভাগে প্রধানত শুষ্ক পশ্চিম তথা উত্তর-পশ্চিমী বায়ু এবং শক্তিশালী সৌর বিকিরণের কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ২৩-২৭ এপ্রিল, ২০২৪-এর মধ্যে তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে'
তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে
- পূর্ব মেদিনীপুর
- পশ্চিম মেদিনীপুর
- পশ্চিম বর্ধমান
- বাঁকুড়া
চার জেলার কিছু জায়গায় লু বইবার সতর্কতা রয়েছে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। কলকাতাতেও গরম বাড়বে। তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে সপ্তাহভর। - এছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং হুগলিতে। দু-এক জায়গায় তীব্র তাপপ্রবাহ, কিছু জায়গায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।
- কলকাতার আবহাওয়া
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ছুঁতে পারে। শুক্র ও শনিবার গরম আরও বাড়বে। দক্ষিণবঙ্গ ছাড়িয়ে তাপপ্রবাহ পৌঁছে গিয়েছে উত্তরেও। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, তাপমাত্রার হেরফের হবে না।
আবহাওয়া দফতরের সতর্কবার্তা
সকাল ১১ টা থেকে বিকাল ৪ টার মধ্যে দীর্ঘক্ষণ তাপের সংস্পর্শ এবং বাইরের কাজ এড়িয়ে চলুন।
হালকা রঙের, ঢিলেঢালা, সুতির কাপড় পরুন। মাথা ঢেকে রাখুন: কাপড়, টুপি বা ছাতা ব্যবহার করুন।
জলশূন্যতা এড়াতে তৃষ্ণার্ত না হলেও পর্যাপ্ত জল পান করুন।
ওআরএস ব্যবহার করুন, ঘরে তৈরি পানীয় যেমন লস্যি, তোরানি (ভাতের জল), লেবুর জল, বাটারমিল্ক ইত্যাদি যা শরীরকে পুনরায় হাইড্রেট করতে সাহায্য করে।
আবহাওয়া দফতরের পরামর্শ, হিট স্ট্রোক, হিট ব়্যাশ বা হিট ক্র্যাম্প দুর্বলতা থেকে সতরেক থাকুন। মাথা ঘোরা, মাথাব্যথা, বমি বমি ভাব, অতিরিক্ত ঘাম এবং খিঁচুনি হলেই ডাক্তারের কাছে নিয়ে যান আক্রান্তকে। যদি কেউ অজ্ঞান হলে পড়েন, অসুস্থ বোধ করেন, অবিলম্বে একজন ডাক্তার/হাসপাতালে নিয়ে যান।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন :
কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?