কলকাতা: মাঘের শুরুতে কুপোকাত শীত (Winter)। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অব্যাহত পারদের ওঠানামা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (lowest temperature) ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতায় (Kolkata) প্রধানত মেঘলা আকাশ। আজ ও কাল রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast)। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি। ফের কমবে তাপমাত্রা। এরপর বঙ্গভূমে শীত ঘুরে দাঁড়াবে নাকি, ধীরে ধীরে পাততাড়ি গোটাবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
| দিন | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চতাপমাত্রা | সারাদিন কেমন কাটবে |
|---|---|---|---|
| ২৩-Jan | ১৭.০ | ২৪.০ | মেঘলা আকাশ, হালকা বৃষ্টি |
| ২৪-Jan | ১৮.০ | ২২.০ | মেঘলা আকাশ, ভারী বৃষ্টি |
| ২৫-Jan | ১৭.০ | ২২.০ | মেঘলা আকাশ, ভারী বৃষ্টি |
| ২৬-Jan | ১৭.০ | ২৪.০ | মেঘলা আকাশ, হালকা বৃষ্টি |
| ২৭-Jan | ১৬.০ | ২৫.০ | মেঘলা আকাশ |