সঞ্চয়ন মিত্র, কলকাতা : বাংলা বছরের শুরুতেই (bengali new year) তুঙ্গে তাপের দাপট। শুক্রবার রাজ্যের একাধিক জায়গায় তাপপ্রবাহ (heatwave) লক্ষ্য করা গিয়েছে। বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) সহ পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় গরমের দাপটে নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে। আজ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড গড়েছে। বাঁকুড়ায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল  ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি এদিন পানাগড়ে ৪৩.১ ডিগ্রি, আসানসোলে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। সাধারণের থেকে ২ ডিগ্রি বেশি হয়ে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে চলবে তাপদাহ, জানাল আবহাওয়া দফতর। তবে এই তাপপ্রবাহের জেরেই থাকছে স্বস্তির সম্ভাবনাও।

কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যজুড়ে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে চলবে তাপদাহ। আর এই তাপপ্রবাহের সুবাদেই দক্ষিণবঙ্গ জুড়ে তৈরি হয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। কারণ, কালবৈশাখীর ক্ষেত্রে প্রাথমিক শর্তই হচ্ছে তাপদাহ। তীব্র তাপপ্রবাহ চলার জেরেই তার থেকে তৈরি হয় কালবৈশাখী। পাশাপাশি রাজ্যজুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিকেলের দিকে কোথাও কোথাও দমকা হাওয়া বইবে বলেই সম্ভাবনা। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। এদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলেই খবর। তবে দার্জিলিং সহ উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি চলবে। 

আরও পড়ুন- দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে তাপমাত্রা

একনজরে কলকাতার আগামী কয়েকদিনের আবহাওয়া - 

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া 
15-Apr ২৮.০ ৩৫.০
মেঘলা আকাশ , বৃষ্টি হতে পারে 
16-Apr ২৮.০ ৩৫.০
পরিষ্কার আকাশ
17-Apr ২৭.০ ৩৪.০
মেঘলা আকাশ , বৃষ্টি হতে পারে 
18-Apr ২৭.০ ৩৪.০
মেঘলা আকাশ , বৃষ্টি হতে পারে 
19-Apr ২৭.০ ৩৩.০
মেঘলা আকাশ , বৃষ্টি হতে পারে 
20-Apr ২৭.০ ৩৪.০
পরিষ্কার আকাশ