মুম্বই: ইন্টারনেট সেনসেশন কিলি পল (Kili Paul)। যাঁকে বিভিন্ন বলিউড ছবির নানা গানে রিলস তৈরি করতে দেখা যায়। তার সঙ্গে তিনি যেভাবে গানের সঙ্গে লিপ সিঙ্ক করেন, তা দেখে বোঝার উপায় নেই যে তিনি হিন্দি ভাষাটা জানেন না। সূদুর তানজানিয়ায় বসে ভারতে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তানজানিয়ার কিলি পল। জনপ্রিয়তা এমনই, যে তিনি পরিচিত 'ইন্টারনেট সেনসেশন কিলি পল' (Kili Paul) নামে। তাঁর সঙ্গে রিলসে দেখা যায় তাঁর বোন নিমা পলকেও। দুই ভাইবোনকে সাধারণত দেখা যায় সেখানকার পোশাকে। কিন্তু সম্প্রতি তাঁরা যে ভিডিও পোস্ট করেছেন, তা দেখে চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের। তানজানিয়ার গ্রামের পোশাক ছেড়ে কিলি পলের নতুন লুক স্যুট, বুট ও ব্লেজারে।
নতুন পোশাকে কিলি পল-
সম্প্রতি ইন্টারনেট সেনসেশন কিলি পল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তিনি সম্প্রতি মুক্তি পাওয়া 'কেজিএফ চ্যাপ্টার টু' ছবির ডায়লগ বলছেন। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'ছোট্ট অভিনয়।' তবে, তাঁর অভিনয়ের থেকে বেশি নজর কাড়ছে তাঁর নয়া লুক। স্যুট, বুট ও ব্লেজারে একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন কিলি পল। আর তাঁর এই নয়া লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। তাঁকে লুকের প্রশংসা করার পাশাপাশি বেশ কিছু নেট নাগরিক তাঁকে কমেন্টে লিখেছেন যে, 'এবার তোমাকে খুব শীঘ্রই বলিউড থেকে ডাকবে।'
আরও পড়ুন - Vivek Agnihotri Upcoming Film: এবার খুলবে নতুন 'ফাইল', আগামী ছবির ঘোষণা 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালকের
প্রসঙ্গত, ইনস্টাগ্রামে কার্যত ভাইরাল হয়েছিল 'শেরশাহ' (Sher Shah) ছবির 'রাতা লম্বিয়া' গানের সঙ্গে 'কিলি পল'-এর লিপ সিঙ্ক। শেরশাহ তারকা সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) শেয়ার করেছিলেন তাঁর এই রিল। নিজের দেশের সংস্কৃতির পোশাকেই ভিডিওতে নিজেকে তুলে ধরেন কিলি (Instagram Sensation Kili Paul)। তানজানিয়ার ঐতিহ্য বজায় রেখেই সুদূর ভারতের বিখ্যাত গানগুলিকে আরও প্রসারের উদ্দেশ্যে ভিডিও পোস্ট করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন কিলি পল। ইনস্টাগ্রামে সাড়ে তিন মিলিয়নেরও বেশি ফলোয়ার্স রয়েছে কিলি পলের। কেবল সাধারণ মানুষ নয়, টলিউড থেকে বলিউড, অনেকেই ফলো করেন 'কিলি পল'-কে। চলতি বছরই তাঁকে সম্মানিত করেছে তানজানিয়ার ভারতীয় হাইকমিশন (Indian High Commission in Tanzania)।