কলকাতা:  পূর্বাভাস (Weather Update) মিলিয়েই এদিন কলকাতা- দুই ২৪ পরগনা-সহ একাধিক জেলায় তাপমাত্রা কিছুটা নেমেছিল (Temparature)। অস্বস্তির পরিমাণ কিছুটা কম ছিল। মূলত আংশিক মেঘলা আকাশের কারণেই অস্বস্তি কম থাকবে, বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। মোটের উপর আজ একদিকে যেমন দক্ষিণবঙ্গের (South Bengal) ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কতা ছিল, সেদিক থেকে অনেকটাই অস্বস্তি কম ছিল কলকাতায়। কিন্তু কথা হচ্ছে, রাত পেরোলে কী হবে ? কেমন থাকবে আগামীকালের আবহাওয়া ? স্বস্তি কি অটুট থাকবে ? জানালেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।


মেঘ সরে গেলেই অস্বস্তি চরমে, আগামীকাল ২-৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা


এদিন আবহাওয়াবিদ জানিয়েছেন, 'তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে,খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। গতকাল বা আজকের দিনটায়, আংশিক মেঘলা থাকার কারণে দুই একজায়গায় তাপমাত্রা সামান্য একটু কম রয়েছে। পশ্চিমের জেলাগুলিতেও আংশিক মেঘলা থাকার জন্য কিছুটা কম রয়েছে তাপমাত্রা। এই মেঘটা কেটে গেলেই আগামীকাল থেকে তাপমাত্রা আবার কিছুটা বাড়বে। অর্থাৎ তাপমাত্রা যতটা কমে গিয়েছে মেঘলা থাকার কারণে,ততটাই বেড়ে যাবে। যে সকল জায়গায় তাপমাত্রা কমে গিয়েছে, সেই সকল জায়গায় ২ থেকে ৪ ডিগ্রি করে বেড়ে যাবে। ফলে তাপপ্রবাহের পরিস্থিতি আগামী ১ সপ্তাহ ধরে একই থাকবে।' 


তীব্র তাপপ্রবাহ কোথায় কোথায় ?


তিনি আরও জানিয়েছেন,' ২৩ তারিখ অর্থাৎ আজ উপকূলের কাছাকাছি দুই এক জায়গায়, প্রধানত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।অন্যান্য জেলাগুলিতেও দুই একজায়গায়, তাপপ্রবাহের সতর্কতা থাকছে। আগামীকাল ২৪ এপ্রিল তীব্র তাপপ্রবাহের স্পেলটা আস্তে আস্তে বাড়বে। দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।' এর মধ্যে পূর্ব মেদিনীপুরে, মূলত তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা, হাওড়াতেও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।


চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী পাঁচদিন


হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী পাঁচদিন। দক্ষিণবঙ্গে এদিন পশ্চিমের তিন জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিতে তাপমাত্রা কমার তেমন কমার কোনও সম্ভাবনা নেই। বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ থাকবে। মেঘ সরে গেলেই বুধবার থেকে তাপপ্রবাহের স্পেল শুরু হবে। আবার চড়চড় করে বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে চরম তাপপ্রবাহের পূর্বাভাস হাওয়া অফিসের। আগামীকাল তীব্র তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে। দিনের তাপমাত্রা বাড়বে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে আংশিক মেঘলা আকাশে, তাপপ্রবাহ কিছুটা কমলেও, সপ্তাহভর চলবে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি। দুপুরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। 


আরও পড়ুন, 'যোগ্য তাঁরা..', হাইকোর্টের রায়ে চাকরি যেতেই শহিদ মিনারের পাদদেশে সরব হলেন চাকরিহারাদের একাংশ


কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া ?


অপরদিকে,  আজ উত্তরবঙ্গের নিচের তিন জেলায় তাপদাহ চলছে । দুই দিনাজপুর ও মালদাতে  তাপপ্রবাহ জারি থাকবে। আগামী পাঁচদিন তা আরও তীব্র হবে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে।  আলিপুর আবহাওয়া জানিয়েছে, মঙ্গলবার উপকূল ও ওড়িশা সংলগ্ন পশ্চিমের দুই -তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।  পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।  নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২৬ এপ্রিল শুক্রবার। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ,  আসাম সংলগ্ন এলাকায়। উত্তর ও দক্ষিণ অক্ষরেখা উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত। যেটি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে গিয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।