কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) গতকাল ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের রায় ঘোষণার পর, মঙ্গলবার শহিদ মিনার চত্বরে চাকরি হারানো শিক্ষকদের জমায়েত দেখতে পাওয়া গিয়েছে। তাঁদের প্রশ্ন, যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাঁদের চাকরি বাতিল হল ? তবে এদিন হাইকোটের রায়কে সামনে রেখে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন এক চাকরিহারা। 


'রায়ের মাধ্যমেই প্রমাণিত হয়, ওই প্যানেলে যোগ্য ও অযোগ্য দুজনেই সহবস্থান করছিল'


তিনি বলেন, 'কালকে রায়ের ফলে, বিচারপতি সমস্তটা বাতিল করেছেন ঠিক কথাই। কিন্তু বিচারপতির রায়ের মাধ্যমেই পরোক্ষভাবে এটা প্রমাণিত হয়, ওই প্যানেলে যোগ্য ও অযোগ্য দুজনেই সহবস্থান করছিলেন। কারণ যে যে ক্রাইটেরিয়া বা যে যে দিকগুলি তুলে ধরেছিলেন বেআইনির দিক দেখে,সেখানে দেখবেন এক্সপায়ার প্যানেল, দেখবেন আমরা এক্সপায়ার প্যানেলের মধ্যে ছিলাম না। OMR প্রভাবিত করা, আমাদের ওএমআর-এর   সঙ্গে এসএসসির সার্ভারে যা নাম্বার, মিল আছে। আউট অব প্যানেল, কথাটা বলেছেন। আমরা আউট অব প্যানেল ছিলাম না। প্যানেলের মধ্যেই ছিলাম। যেখানে বলা হয়েছে, এতজন অযোগ্য, তাহলে একটা গাণিতিক নিয়মে তো, ১০০ জনের ৩০ জন অযোগ্য থাকে, তাহলে ৭০ জন যোগ্য। এটা তো গাণিতিক উপায়ে প্রমাণ হয়। টাকা ফেরতের কথা বলেছেন। টাকা ফেরত কাদের ? কাদেরকে টাকা ফেরত দিতে হবে ? তাহলে তো এটাই পরোক্ষভাবে প্রমাণিত হয়, যাদের টাকা ফেরত দিতে হচ্ছে না, তাঁরাই যোগ্য। 


'পরিষ্কার বুঝতে পারলাম, কারা অযোগ্য..'


অপর একজন চাকরিহারা বলেন,' দুই বছর আগে ২০২২ সালে অক্টোবার মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন, সেখানে উনি সিঙ্গলবেঞ্চের রায়ে, সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম, কারা অযোগ্য।'



আরও পড়ুন, 'মমতার নির্দেশেই দুর্নীতি..', মুখ্যমন্ত্রীর গ্রেফতারি চাইলেন অগ্নিমিত্রা পাল


উল্লেখ্য, ২০১৬ সালে স্কুলে  চাকরি পাওয়া, ২৫ হাজার ৭৫৩ জনের প্য়ানেল সোমবার বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। আইনজীবীদের একাংশের ব্য়াখ্য়া, সেই পরীক্ষার OMR পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ ২০১৬ সালের পরীক্ষার OMR পুনর্মূল্য়ায়নের কোনও জায়গাই নেই। চাকরি পেতে হলে আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে। আর যাদের বয়স পেরিয়ে গেছে, তারা সেই সুযোগও পাবেন না। এখন প্রশ্ন হল, এই বিপত্তির দায় কি রাজ্য় সরকার এবং SSC এড়াতে পারে? যোগ্য় প্রার্থীদের ভবিষ্য়তকেও অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য় দোষীদের কেন চরম শাস্তি হবে না? সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা।