কলকাতা: প্রবল তাপপ্রবাহের আশঙ্কা গোটা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী পাঁচদিন সমগ্র দক্ষিণবঙ্গে প্রবল গরম অনুভূত হবে। এই পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকালের মধ্যে সব জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি।


আজ- আগামীকাল দুই মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি ও দুই বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তারপরের তিন দিনে সব জেলাতেই তাপমাত্রা ৪ থেকে ৭ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর ফলে ১৯, ২০ ও ২১ এপ্রিল সমস্ত দক্ষিণবঙ্গের জেলাতে 'মডারেট' হিট ওয়েভ কনডিশন থাকবে। তার মধ্যে বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে 'সিভিয়র হিট ওয়েভ' পরিস্থিতি  হতে পারে।


উত্তরবঙ্গে আবহাওয়া কেমন?
উত্তরবঙ্গে ১৯ এপ্রিল ভোট রয়েছে। এই দিন কেমন আবহাওয়া থাকবে? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। শুক্রবারও তাপমাত্রা বাড়বে ২ থেকে তিন ডিগ্রি।


 






বৃষ্টি কোথায়?
উত্তরের দার্জিলিঙ, কালিম্পং ও জলপাইগুড়িতে আগামী চারদিন বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও দুই দিনাজপুর ও মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে।


তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তার ওপর আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। ১৭ এপ্রিল থেকে তাপপ্রবাহের পূর্বাভাস থাকলেও, তার ১ দিন আগেই তাপপ্রবাহের কবলে পড়ল ২ বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। আজ থেকে তাপপ্রবাহ চলবে বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে। আগামী ৭২ ঘণ্টা পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। কলকাতা সহ বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও এই মুহূর্তে তাপ্রবাহের সতর্কতা জারি না হলেও থাকবে তীব্র গরম। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?