কলকাতা : তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যের মানুষের। একটু বেলা গড়ালেই সূর্যের তেজ জ্বালাপোড়া ধরাচ্ছে শরীরে। ছাতা মাথায় দিয়েও রক্ষে নেই। বাইরে বেরনোর সঙ্গে সঙ্গেই শরীর শুকিয়ে জলটান পড়ছে তীব্র। গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা পশ্চিমবঙ্গের মানুষের। এই আবহে ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস আরও শঙ্কা ধরাচ্ছে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় কাল থেকে শুরু হচ্ছে তাপপ্রবাহ, এমনই জানিয়েছে IMD। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের কিছু অংশে তাপপ্রবাহ চলবে। IMD জানিয়েছে, ১২ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় গরম এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। শুষ্ক পশ্চিম থেকে উত্তর-পশ্চিম বাতাসের কারণে অঞ্চল জুড়ে এই পরিস্থিতি চলবে।
IMD আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে, যার মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি এবং স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। উত্তর দিনাজপুর এবং মালদা জেলায়ও ১১ মে পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
এর আগে IMD জানিয়েছিল, চলতি বছরে দেশের অধিকাংশ রাজ্যেই স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে। তবে দক্ষিণ ও পূর্ব ভারতে তাপমাত্রা তুলনামূলক ভাবে স্বাভাবিক থাকবে বলেই জানা যায়। গরম থাকবে বটে, তবে তা ততটা অসহনীয় হবে না দক্ষিণ ও পূর্ব ভারতে। প্রত্যেক বছরের মতোই গরম পড়বে। IMD -এর প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র এই কথা একটি সাংবাদিক সম্মেলনে জানান।এপ্রিল মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত উত্তর, পূর্ব ও মধ্য ও উত্তর পশ্চিম ভারতে স্বাভাবিকের থেকে বেশি গরম থাকবে। স্বাভাবিকের থেকে বেশিদিন তাপপ্রবাহ হতে পারে এই জায়গাগুলিতে। তবে ভারতে বাকি জায়গাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে স্বাভাবিক থাকবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু গরমের হাত থেকে নিস্তার নেই।
চলতি কথায় আমরা বলেই থাকি যে, মে-জুন মাসের গরম। অর্থাৎ ধরেই নেওয়া হয়, সবচেয়ে তীব্র গরমটা পড়ে মে-জুন মাসেই। কিন্তু এবার মার্চ থেকেই যেমন অস্বস্তিকর পরিস্থিতি ছিল চারিদিকে, তাতে মে-জুন মাসের গরমের কথা তখন অনুমান করে সকলেই কমবেশি শিউরে উঠেছিলেন। মধ্য ও পূর্ব ভারতে ও উত্তর ভারতের দিকে এপ্রিল ও জুন মাসে তীব্র গরম পড়বে বলে তখনই সতর্ক করে দেয় IMD।