সঞ্চয়ন মিত্র, কলকাতা : রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Rain) বৃষ্টি বাড়ার কথা ছিলই । সেই মতোই আবহাওয়া দফতরের (IMD)  পূর্বাভাস, সোম ও মঙ্গল অবিরাম ভিজবে দক্ষিণবঙ্গ। এর মধ্যে সাত জেলায় ভারী বৃষ্টিপাতের (Heavy rain) সম্ভাবনা রয়েছে। এই দুই দিন কলকাতার (kolkata) আকাশও মূলত মেঘলাই থাকবে।



কোথাও কোথাও ভারী বৃষ্টি হলেও প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।


মৌসুমী অক্ষরেখার অবস্থান এখন কোথায়


বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া-অফিস। সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে। ইতিমধ্যেই তা উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও বিহারের মুজফ্ফরপুর ও বাংলার মালদার ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

আজ ও কাল কোথায় কোথায় ভারী বৃষ্টি


আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার প্রভাবে সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েক জেলায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া,  মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।


পাহাড়ে জমিয়ে বৃষ্টি


উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। 
সোম ও মঙ্গল এই দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। সোমবার অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। মঙ্গলবারে অতি ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে।


মহানগরের আবহাওয়া


কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে। আগামী দু তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫.৩ মিলিমিটার।  


আরও পড়ুন :


 ভয়ঙ্কর দুর্ভিক্ষের হাত থেকে বর্ধমানকে রক্ষা করেছিলেন শিব, পড়ুন ১০৮ শিবমন্দিরের মাহাত্ম্য 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন