কলকাতা: সোমবার থেকে অঝোর ধারায় ভিজছে কলকাতা। টানা বৃষ্টিতে জল থৈ থৈ শহর থেকে জেলা। শহরের বিভিন্ন এলাকা জলের নিচে। এক দিনের বৃষ্টিতেই যদি এমন অবস্থা হয়, তাহলে আরও কয়েকদিন বৃষ্টি হলে কী হবে প্রমাদ গুণছেন মানুষ। তবে কি বৃষ্টি চলবে আরও কিছুদিন? আরও বেহাল হবে রাস্তাঘাটের অবস্থা? দেখে নেওয়া যাক কী বলছে আইএমডি। 

Continues below advertisement

কী বলছে আইএমডি               

আজ , ৯ জুলাই, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ বজ্রপাতের সম্ভাবনা খুবই কম। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত  (৭-১১ সেমি) হতে পারে। এছাড়াও, দক্ষিণবঙ্গের সব জেলায় এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া (গতি ৩০-৪০ কিমি/ঘন্টা) বইতে পারে। উত্তরবঙ্গের সমস্ত জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাত হতে পারে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি কমতে পারে।  অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রপাতের সম্ভাবনা খুবই কম। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিনও বজ্রপাতের সম্ভাবনা খুবই কম। শুক্রবার এমনই হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে। 

Continues below advertisement

আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। দক্ষিণবঙ্গের  বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

আবহাওয়া দফতরের আশঙ্কা -                        

দক্ষিণবঙ্গে তীব্র বৃষ্টিপাত হতে পারে।  নিচু এলাকায় জল জমে রয়েছে।  আন্ডারপাস রাস্তাগুলির অবস্থা বেহাল।   শহরাঞ্চলে কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হতে পারে।কাঁচা রাস্তার কিছু ক্ষতি হয়েছে ।  নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। মাঠের বাগান ফসল এবং শাকসবজির কিছু ক্ষতি হয়েছে।  আবহাওয়া দফতরের পরমর্শ,  তীব্র বৃষ্টিপাত/বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। জমা জলের মধ্য দিয়ে চলাচল এড়িয়ে চলুন।  গাছ/বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলুন । বজ্রপাতের সময় সতর্ক থাকুন।  চাষিদের এখন সার এবং কীটনাশক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে আইএমডি।