ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা :  অবশেষে অপেক্ষার অবসান। ২১ এর পর থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস সার্থক হল। আবহাওয়া দফতর ( Weather Office ) জানাল, দক্ষিণবঙ্গে ( South Bengal Weather ) বৃষ্টি বাড়বে সোম থেকেই। মেঘে ঢাকা আকাশকে সঙ্গী করেই সপ্তাহ শুরু করল দক্ষিণবঙ্গের শহর থেকে জেলা।  বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে কয়েক জেলায়। তবে এবার উত্তরবঙ্গে কমবে বৃষ্টি। একে পূর্ণিমার কটাল, তায় নিম্নচাপ, জোড়া ফলায় সমুদ্র ছিল উথাল - পাথাল।  মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে আজও। সমুদ্রের উপকূলে চলছে জলোচ্ছ্বাস।


 সমুদ্রে সতর্কবার্তা 


আবহাওয়া দফতরের সতর্কবার্তা, সমুদ্র থাকবে উত্তাল।  মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ৪৫ থেকে ৫৫ কিমি, কখনও আবার ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।  সমুদ্রে জলোচ্ছ্বাসের জেরে ঢেউ উঠবে ২.৪ থেকে ২.৬ মিটার পর্যন্ত ।


আবহাওয়া দফতর জানাচ্ছে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অসম ও রাজস্থানে । ঘূর্ণাবর্ত জোন বিহার থেকে উত্তরবঙ্গ পর্ন্ত। নতুন করে অক্ষরেখা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। যদিও বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা হয়ে এখন চলে গিয়েছে ছত্তীসগঢ়ের কাছাকাছি। এখন মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে  ওড়িশাতে।  


 জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে গাছ, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি


এদিকে, ভয়াবহ ভয়াবহ ভাঙনের মুখে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম। আজও ১-৫ নম্বর পর্যন্ত স্নানঘাটের রাস্তা রবিবার জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে। সিভিল ডিফেন্সের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। পুলিশ-প্রশাসনের তরফে মাইকে সতর্কতামূলক প্রচার চলছে। নিম্নচাপ ও কটালের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ায় জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে গাছ, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। সমুদ্র পাড়ের অসংখ্য অস্থায়ী দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। 


কলকাতার আবহাওয়া


সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতে। মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কখনো আংশিক মেঘলা আকাশ তখন জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩২.৫ মিলিমিটার।


আরও খবর :


আজও রোদ আর মেঘের খেলা চলবে আকাশজুড়ে, না ভরপুর বৃষ্টি হবে কলকাতায়?