ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটে চূড়ান্ত ডামাডোল। অশান্তি লেগে গেল মহাতারকাদের। একদিকে ব্রায়ান লারা (Brian Lara)। অন্যদিকে ভিভ রিচার্ডস (Viv Richards) ও কার্ল হুপার (Carl Hooper)। তিনজনই ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন অধিনায়ক। ভিভ ও লারা তো কিংবদন্তি।


সম্প্রতি নিজের বই - লারা: দ্য ইংল্যান্ড ক্রনিকলসে বিতর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেছেন লারা। সেখানে লারা দাবি করেছেন, হুপারকে ইচ্ছাকৃতভাবে সপ্তাহে একবার করে কাঁদিয়ে ছাড়তেন রিচার্ডস। সেই দাবি নস্যাৎ করে যৌথ বিবৃতি দিয়েছেন রিচার্ডস ও হুপার। জানিয়ে দিয়েছেন, লারার দাবি সম্পূর্ণ মিথ্যা। এতে তাঁদের সুনাম যেভাবে ক্ষতবিক্ষত হয়েছে, তার জন্য লারাকে নিঃশর্ত ক্ষমাও চাইতে বলেছেন রিচার্ডস ও হুপার।


হুপার যে যৌথ বিবৃতি প্রকাশ্যে এনেছেন, তাতে লেখা রয়েছে, 'স্যর ভিভিয়ান রিচার্ডস ও কার্ল হুপার ব্রায়ান লারার বইয়ে তাঁদের নিয়ে যে ভুল তথ্য দেওয়া হয়েছে, তা নিয়ে ভীষণ আহত। যে অভিযোগ করা হয়েছে তা শুধু সত্যের বিকৃতি তাই নয়, সেটা তাঁরে চরিত্র আর সুনামের জন্য ক্ষতিকারকও।'


লারা তাঁর বইয়ে লিখেছেন, রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারদের এতই ভয় দেখাতে যে, লারা কার্যত প্রতি তিন সপ্তাহে একবার করে কাঁদতেন। তাঁর কথা বলার ধরনে হুপার প্রত্যেক সপ্তাহে একবার করে কেঁদে ফেলতেন বলেও জানিয়েছেন লারা। তিনি এ-ও জানান যে, রিচার্ডসের শব্দচয়ন এমন ছিল যে, মানসিকভাবে দৃঢ় না হলে যে কেউ ভেঙে পড়তেন। যদিও তিনি মানসিকভাবে দৃঢ় ছিলেন এবং রিচার্ডসের কথাবার্তায় তাঁর খুব একটা সমস্যা হতো না বলে জানিয়েছেন লারা। কিন্তু কার্ল হুপার? লারা জানিয়েছেন, কার্যত পালিয়ে বেড়াতেন হুপার।


যদিও হুপার জানিয়েছেন, রিচার্ডস কোনওদিনই তাঁকে মানসিকভাবে সমস্যায় ফেলেননি। সব সময়ই সমর্থন করে গিয়েছেন। বিবৃতিতে তিনি লিখেছেন, 'স্যর ভিভিয়ান রিচার্ডস আগ্রাসীভাবে কার্ল হুপারের সঙ্গে কথা বলতেন বলে যে দাবি করা হয়েছে তা ভিত্তিহীন। তাঁকে সপ্তাহে একবার করে কাঁদিয়ে ছাড়তেন, এমন দাবিও মিথ্যে।'


বিবৃতিতে এ-ও বলা হয়েছে যে, হুপারের প্রথম অধিনায়ক ছিলেন রিচার্ডস আর তিনি সব সময়ই তাঁকে উৎসাহ দিতেন। তাঁদের প্রায় ৪০ বছরের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার ওপরে গড়ে উঠেছে। লারার বইয়ে তাঁদের সম্পর্ক নিয়ে সম্পূর্ণ মিথ্যে কথা লেখা হয়েছে। তাতে হুপার ও রিচার্ডস ব্যক্তি হিসাবে তো বটেই, আঘাত পেয়েছেন তাঁদের পরিবারের অন্য সদস্যরাও।

আরও পড়ুন: রং মিলিয়ে পোশাক, আইনি বিয়ে স্নেহাশিস-অর্পিতার, এড়িয়ে গেলেন সৌরভ-ডোনা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।