অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে স্বাভাবিকের তুলনায় বেশি জলীয় বাষ্প থাকার কারণে অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি আরও বাড়বে। আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। সেই সঙ্গে বজায় রয়েছে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম এবং চূড়ান্ত অস্বস্তি। হাল্কা রোদের আভা দেখা গেলেও বৃষ্টির হাত থেকেই এখনই রক্ষা পাওয়া যাবে না। 

দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেও এখন কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। আজ সোমবার মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এর পাশাপাশি ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকাতেও। ৩১শে জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, জানিয়েছে হাওয়া অফিস। 

দক্ষিণবঙ্গে আজ সোমবার থেকে বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকাযর ফলে, বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। 

মঙ্গলবার নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে হবে জানিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বৃহস্পতিবার থেকে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবারের পর, জানিয়েছে হাওয়া অফিস। 

উত্তরবঙ্গে সোমবার ভারী বৃষ্টি হবে শুধুমাত্র কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। উত্তরের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে। বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারের উত্তরের জেলাগুলিতে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

উত্তরবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তরবঙ্গের উপরের তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।