আবির দত্ত, কলকাতা : আজ বিকেলের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কাল থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণের জেলাগুলিতে। রবিবার পর্যন্ত কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতরের পরিসংখ্য়ান বলছে, চলতি মাসে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। যদিও কালকের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। শনি থেকে সোমের মধ্যে উত্তরবঙ্গের ৫টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির জন্য পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

একটানা বৃষ্টিতে নাকাল হচ্ছিলেন দক্ষিণবঙ্গবাসী। তবে একটু স্বস্তির বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবেই মূলত লাগাতার বৃষ্টি চলছিল। গত কয়েকদিন রাতভর এবং দিনের বেলাতেও বৃষ্টি হয়েছে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে, পরিস্থিতি অনেকটা বদলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার বিকেলের পর থেকেই বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমতে পারে বলে আভাস দিয়েছে আলিপুর। কিন্তু তার আগে পর্যন্ত বেশ কিছু জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া- দক্ষিণোঙ্গের এইসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদাতেও। ভারী বর্ষণের সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়াও। 

গতকাল রাত থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় চলছে টানা বৃষ্টি। নাগাড়ে বর্ষণের জেরে জল জমেছে বহু জায়গায়। রাস্তায় বেরিয়ে নাকাল হচ্ছেন নিত্যযাত্রীরা। গতকাল রাত থেকে আজ সকাল ৮টা পর্যন্ত উল্টোডাঙা, ধাপা এইসব এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, ৪০ মিলিলিটারেরও বেশি। সেই তুলনায় অপেক্ষাকৃত কম বেলগাছিয়ার দিকে ৪ মিলিলিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। তবে এত বৃষ্টি হলেও আর্দ্রতার পরিমাণ অত্যধিক বেশি, প্রায় ৯৫ থেকে ১০০ শতাংশ। ফলে গুমোট গরম, অস্বস্তিক পরিবেশ বজায় থাকবে। কলকাতায় আকাশ মেঘলা থাকবে আজ। সন্ধের আগে পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা এবং সংলগ্ন এলাকাতেও। অন্যদিকে উত্তবঙ্গে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, কালিম্পঙ- এ বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০০ মিলিলিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কিছু জায়গায়।