Weather Update: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। সঙ্গে দোসর ঘূর্ণাবর্ত। আগামী ২৫ তারিখ আরও একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার কথা রয়েছে। একের পর এক নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে, পুজোর সময় যে বৃষ্টি হতে পারে, সেই পূর্বাভাস আগেই দিয়েছে আবহাওয়া দফতর। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। 

Continues below advertisement

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া কেমন থাকতে চলেছে, দেখে নিন একনজরে 

  • ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিভাগ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, ৭ থেকে ১১ সেন্টিমিটারের মধ্যে বর্ষণ হতে পারে। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাকি জেলাগুলিতেও বজ্যবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনাই রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। 
  • ২৪ সেপ্টেম্বর বুধবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু-এক জায়গাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 
  • ২৫ এবং ২৬ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু-এক জায়গাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 
  • ২৭ তারিখ শনিবার, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

অর্থাৎ চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও বৃষ্টি হতে পারে হাল্কা থেকে মাঝারি। কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।