Kolkata Weather: কবে থামবে বৃষ্টি? কবে হবে আবহাওয়ার উন্নতি? এবছরের টানা বর্ষণ যেন আর সহ্য হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর এখনই কোনও স্বস্তির খবর দেয়নি। বরং হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ২-৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসই দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী এক সপ্তাহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। আগামী ১২ অক্টোবরের পর থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আগামী ২-৩ দিন মূলত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। আগামী ২-৩ দিন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ, হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২ অক্টোবরের পর উল্লেখযোগ্য ভাবে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত কমবে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রধানত হাল্কা বৃষ্টি হবে, বিক্ষিপ্ত ভাবে। দু-এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরের জেলাগুলির জন্য আপাতত কোনও উল্লেখযোগ্য পূর্বাভাস নেই। আগামী এক সপ্তাহ ধরে মূলত হাল্কা বৃষ্টিপাতই হবে উত্তরের কিছু জেলার দু-এক জায়গায়। বাংলাদেশে সৃষ্টি ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণবঙ্গে এখনও কয়েকদিন চলবে বৃষ্টি। ১২ অক্টোবরের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উল্লেখযোগ্য ভাবে কমবে বর্ষণ। তবে কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে।
অর্থাৎ উত্তর কিংবা দক্ষিণ, কোথাওই ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এখন আর নেই। তবে এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি। হাল্কা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বেশ কিছু অংশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতই হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর আগে আবহাওয়া দফতর জানিয়েছিল যে, উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি কমবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। কাল উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বাংলাদেশের কাছে ঘূর্ণাবর্তের জেরে আগামী চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। কলকাতায় কাল পর্যন্ত দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ৭টি জেলায় এবং আগামীকাল ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে বৃষ্টির সতর্কতা রয়েছে। পশ্চিম ভারতে বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হলেও, পূর্ব ভারতে এখনও বর্ষার পরিবেশ।