West Bengal Weather Update: উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে বলে আভাস পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমার ইঙ্গিত। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও প্রায় সব জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪ থেকে ৫ দিন বৃষ্টি হবে। আগামী ২ দিন কলকাতায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণ বাংলাদেশের কাছে বাতাসের নিম্নস্তরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বর্ষা বিদায়ের সময়ে এই ধরনের ঘূর্ণাবর্ত তৈরি হয় স্বাভাবিক ভাবেই। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মূলত উপকূলবর্তী জেলা যেমন - উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তার সংলগ্ন নদিয়া এবং কিছুটা উপরের দিকে মুর্শিদাবাদেও আজ বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষৎ উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এইসব জেলায় আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তারপর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। গতকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কমই হয়েছে। আজ তুলনায় কিছুটা বেশি হতে পারে। তবে আগামীকাল এবং তারপর থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তরের জেলাগুলিতে, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টি কমলেও, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আগামী কয়েকদিন বাংলাদেশের ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও ভারী কিংবা অতি ভারী অথবা নাগাড়ে বৃষ্টির পূর্বাভাস নেই। হাল্কা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তরবঙ্গে শুক্রবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে বাংলাদেশে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্য়ে মৌসুমী বায়ুর উপস্থিতি থাকায় বৃষ্টি কবে পুরোপুরি থামবে, তা এখনই বলা যাচ্ছে না। কলকাতায় শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মেঘলা থাকবে আকাশ। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রবিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। এই কয়েকদিন মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।