অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু-এক পশলা বৃষ্টিও হয়েছে। কিন্তু গরম থেকে রেহাই মেলেনি। চৈত্র শুরুতে তীব্র গরমে হাসফাঁস করছে কলকাতা সহ অন্যান্য জেলা। কোথাও কোথাও  উষ্ণতাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে হঠাত্‍ আসা ঝড়। ঝড়ের পর হচ্ছে হালকা বৃষ্টিও। কোথাও কোথাও শিলাবৃষ্টি। তবে স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো বৃষ্টির দেখা নেই।  আগামী ২৪ ঘণ্টায় পশলা বৃষ্টি নয় রীতিমতো  বজ্রবিদ্যুৎ সহই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহবিদরা জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি চলবে।

সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি


শুধু দক্ষিণবঙ্গ নয়,  দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গেও।  ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে জেলায় জেলায়। শুক্রবার বিকেল বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি  হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আকাশ কালো করে হতে পারে কালবৈশাখীও।  এই মুহূর্তে অসম, রাজস্থান ও মধ্যপ্রদেশে সক্রিয় রয়েছে ঘূর্নাবর্ত। আবহাওয়া দফতর বলছে, একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত।  অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত। এছাড়া আগামী ২৪ শে মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এই পরিস্থিতিতে শুক্রবার থেকে  রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া দফতর।  


বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি


২১ মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তো হবেই। সঙ্গে বইবে দমকা ঝড়ো বাতাস। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলি এই নয় জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় বইবে ৬০ কিলোমিটার গতিবেগে। 
 
শনিবার, ২২  মার্চ শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৩শে মার্চ রবিবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।  ২৪  মার্চ সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা  জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।  ২১ মার্চ, শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই তিন জেলাতে শিলাবৃষ্টি হতে পারে।  রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।