সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গে ( South Bengal ) মঙ্গলবার আট জেলায় কালবৈশাখীর ( Kalboisakhi ) মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গল ও বুধবার  মূলত মেঘলা আকাশই থাকবে।  দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা তো রয়েইছে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ ( Thunderstorm ) সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হলেও হালকা হবে। 


আজ মঙ্গলবার, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। আট জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা বেশি - 



  • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

  • ঝাড়গ্রাম

  • পুরুলিয়া

  • বাঁকুড়া

  • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা 

  • কলকাতায় । 

    দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। সঙ্গত দেবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বেশি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও নদিয়ায়। 

    বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। তবে উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে।  সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় ও বৃষ্টি হতে পারে।  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে শুক্রবারও ।

    উত্তরবঙ্গে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।  আংশিক মেঘলা আকাশ থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য পশ্চিমবঙ্গে।  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।

    কলকাতায় আকাশ আংশিক মেঘলাই।। বিকেল বা সন্ধ্যায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে।  সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তৈরি হতে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতি। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস।

    কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। বৃষ্টি হয়েছে ০.৭ মিলিমিটার। 

    আরও পড়ুন :
    গার্ডেনরিচকাণ্ডে ধৃত প্রোমোটার ওয়াসিমের সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছবি ভাইরাল, গভীর সম্পর্ক?