মুম্বই: আইপিএলের (IPL 2024) আগে চোট পেয়ে ছিটকে গিয়েছেন জেসন বেহরেনডর্ফ (Jason Behrendorff)। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে ছিলেন তিনি। এবার তাঁর বদলি খুঁজে নিল হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) দল। বদলি হিসেবে ইংল্যান্ডের তরুণ পেসার লুক উডকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দেশের জার্সিতে এখনও পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন উড। মোট ৮ উইকেট এখনও পর্যন্ত নিয়েছেন তিনি। এছাড়াও ২টো ওয়ান ডে ম্য়াচও খেলেছেন। বেস প্রাইস ৫০ লক্ষ টাকাতেই মুম্বই শিবিরে যোগ দিলেন তিনি।
গত বছর মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফে জায়গা করে নিয়েছিল। ছিলেন না দলের মুখ্য পেসার যশপ্রীত বুমরা। ছিলেন না তারকা পেসার জোফ্রা আর্চারও। কিন্তু বেহরেনডর্ফ একাই দুর্দান্ত পারফর্ম করেছিলেন দলের হয়ে। ১২ ম্য়াচ খেলে মোট ১৪ উইকেট ঝুলিতে পুরেছিলেন। এবার বাঁহাতি উড তাঁর জায়গা কতটা পূরণ করতে পারেন তা দেখার। তবে বুমরা এবার ফিরে এসেছেন দলে। ফলে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং লাইন আপ নিঃসন্দেহে আগের বারের তুলনায় আরও শক্তিশালী হবে।
মুম্বই ইন্ডিয়ান্স এবার হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে খেলতে নামবে আইপিএলে। গুজরাত টাইটান্সের জার্সিতে অধিনায়ক হিসেবে ২০২২ মরশুমে আইপিএলে জিতেছেন হার্দিক। গত মরশুমেও রানার্স আপ হয়েছে গুজরাত তাঁর নেতৃত্বে। এরপরই নিজের পুরনো আইপিএল দলে ফিরে এসেছেন হার্দিক। তাঁকে দলে ফিরিয়েই অধিনায়কের ব্যাটন দিয়ে দেওয়া হয়েছে। তবে মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচবারের খেতাবজয়ী অধিনায়ক রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত অনেক মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকই মেনে নিতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন অনেকে।
আগামী ২৩ মার্চ নিজেদের প্রথম ম্য়াচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই খেলতে নামবে মুম্বই। হার্দিকের নেতৃত্বে কতটা ভাল পারফর্ম করতে পারে মুম্বই শিবির, তা এখন দেখার। উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। প্রথম ম্য়াচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে। সিএসকে তাঁদের ঘরের মাঠ পি চিদাম্বরম স্টেডিয়ামে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বেই খেলতে নামবে। উল্টোদিকে ফাফ ডু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম্য়াচেই বিরাট বনাম ধোনি ডুয়েল।
আরও পড়ুন: ইডেনে বিশেষ প্র্যাক্টিস শ্রেয়সের, মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে রোহিত, খেলার দুনিয়ার সারাদিন