সঞ্চয়ন মিত্র, কলকাতা : হেমন্তের শহরে শীতের আমেজ ( Winter Update ) ৷ নামছে পারদ৷ ভোরের বাতাসে হিমেল ছোঁয়া৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস ( Weather Office ) , দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। কিছু এলাকায় মেঘলা আকাশ থাকলেও বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ, নামবে তাপমাত্রা।
শীতকাল কবে পড়বে ? জানাল আবহাওয়া দফতর
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শুরু থেকেই হওয়া বদল হবে। আগামী বুধবারের মধ্যে তাপমাত্রা কমতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নামবে। পশ্চিমের জেলাগুলিতে বুধবারের মধ্যে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। এই সপ্তাহেই শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
উত্তরবঙ্গে শীতের শুরু
উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে।
মহানগরের আবহাওয়া
কলকাতায় মূলত পরিষ্কার আকাশই থাকবে। সোমবার থেকে হাওয়া বদল ঘটবে, কমবে তাপমাত্রা। বইবে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। মঙ্গলবারের মধ্যে বেশ কিছুটা তাপমাত্রা নামতে পারে। সকালে ও সন্ধ্যায় ফিরবে শীতের আমেজ।কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক।
সব মিলিয়ে ইনিংস শুরুর আগে উপস্থিতি ভালোই জানান দিচ্ছে শীত। আগামী ৭ দিন কলকাতায় কেমন থাকবে তাপমাত্রা, দেখুন আইএমডি-র পূর্বাভাস।
সূত্র : https://city.imd.gov.in/
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
06-Nov | 22.0 | 32.0 | Mainly Clear sky | |
07-Nov | 21.0 | 31.0 | Mainly Clear sky | |
08-Nov | 20.0 | 30.0 | Mainly Clear sky | |
09-Nov | 21.0 | 30.0 | Mainly Clear sky | |
10-Nov | 21.0 | 31.0 | Mainly Clear sky | |
11-Nov | 21.0 | 31.0 | Mainly Clear sky |
বাংলা ক্যালেন্ডারে মাস অগ্রহায়ণ৷ ভরা হেমন্ত৷ কিন্তু হেমন্তের শহরেই শীত শীত আমেজ৷ নামছে পারদ৷
ভোরের বাতাসে হিমেল ছোঁয়া৷ আবার বিকেল গড়ালেই বৃষ্টি কোনও কোনও এলাকায়। সবার আগ্রহ এখন দুটি প্রশ্ন নিয়ে। কবে শীত পড়বে ? আর কালীপুজোয় কি বৃষ্টি হবে ?
এখনও পর্যন্ত কালীপুজোয় বৃষ্টির আশঙ্কার কথা শোনায়নি আবহাওয়া দফতর। তবে এবার কালীপুজো নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হওয়ায় ঠান্ডার আমেজই থাকবে। রাতের দিকে জেলায় জেলায় শীতের বাতাস কাঁপুনি ধরাতে পারে।
আরও পড়ুন :