অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শীতের আমেজ ফিরল রাজ্যে। আজ মরশুমের শীতলতম দিন কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিন আরও কয়েক ডিগ্রি তাপমাত্রা নামার পূর্বাভাস আবহাওয়া দফতরের। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রির ঘরে। আগামী ৪ থেকে ৫ দিন এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি হয়েছে কুয়াশার সতর্কতা।
কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি। আরও নামবে পারদ, পূর্বাভাস আবহাওয়া দফতরের। দার্জিলিঙে ৫ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা। আগামী ৪ থেকে ৫ দিন এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সতর্কতা। আগামী এক সপ্তাহ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান শৈত্যপ্রবাহের পরিস্থিতি।
আগামী কয়েকদিন আবহাওয়া বেশ শীতল থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আরও কিছুটা পারদ পতন হতে পারে। গত সপ্তাহের শেষের দিকে জোড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা কিছুটা বেড়েছিল। তবে ঘূর্ণিঝড় 'দিতোয়া'- র শক্তি কমার পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। গত মঙ্গলবার পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গতকাল তা একলাফে ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আর আজ কলকাতার তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিন শীতের আমেজ ভালই থাকবে কলকাতা এবং শহরতলিতে। আগামী ৩-৪ দিনে সামান্য তাপমাত্রা কমতে পারে।
এর আগে নভেম্বরে আমরা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করতে দেখেছিলাম কলকাতায়। তবে এবার পারদ নেমেছে ১৫- র কোঠায়। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার আভাস দিলেও আবহাওয়া দফতর জানিয়েছে, সাংঘাতিক পারদ পতন হবে না। ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে কলকাতার আগামী কয়েকদিনের তাপমাত্রা। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছে। আপাতত কোনও সিস্টেম না থাকায় উত্তর-পশ্চিমের যে হাওয়া উত্তর এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া শীতল করার জন্য কাজ করে, তা অবাধেই প্রবেশ করতে পারছে। তার ফলে এই উইকেন্ড পর্যন্ত কিন্তু শীতের আমেজ ভালই অনুভূত হবে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে এই সপ্তাহেই জাঁকিয়ে শীতের বেশ কিছুটা অনুভব করা যাবে। উইকেন্ডে তাপমাত্রা বেশ কিছুটা কম থাকে। সেই পূর্বাভাস মিলে গিয়েছে। এই সপ্তাহান্ত পর্যন্ত ঠান্ডার আমেজ ভালভাবেই বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।