সঞ্চয়ন মিত্র, কলকাতা : উইকেন্ডে জমিয়ে শীতের ( Winter Update ) আমেজ। এ পর্যন্ত মরশুমের শীতলতম দিন আজ কলকাতায়। আজ ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় ( Kolkata Weather ) সর্বনিম্ন তাপমাত্রা। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে পারদ। অবাধ উত্তুরে হাওয়ার হাত ধরে উইক এন্ডে রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। মঙ্গল-বুধবার তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও ১০ ডিগ্রিরও নিচে নেমে গেছে পারদ। অন্যদিকে । পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটলে, দার্জিলিং ও সিকিমের উঁচু এলাকাগুলিতে মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে এখন শীতের লম্বা ইংনিস !
পরিষ্কার আকাশ রাজ্যে
ডিসেম্বরের শীতে পরিষ্কার আকাশ রাজ্যে। জেলায় জেলায় দুরন্ত ব্যাট করছে শীত । অবাধ উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে। মঙ্গল বুধবার নাগাদ তাপমাত্রা আরও দু ডিগ্রি কমার সম্ভাবনা। আপাতত শীতের স্পেল জারি থাকবে।
১০ ডিগ্রির নিচে তাপমাত্রা কোথায় কোথায়
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। কোথাও কোথাও ইতিমধ্যেই ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে তাপমাত্রা।
তুষারপাতের সম্ভাবনা বাড়ছে
উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে পারদ বেশ নিম্নমুখী। সমতলের জেলাগুলিতেও তাপমাত্রা ক্রমেই কমছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, অলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশই থাকছে। বৃষ্টির সম্ভাবনা নেই। ফের পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করলে আবার তুষারপাতের সম্ভাবনা। সিকিম এবং দার্জিলিং এর উঁচু এলাকায় আরও একবার তুষারপাতের সম্ভাবনা বাড়ছে। মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা বেশি বলে অনুমান আবহবিদদের।
কলকাতার আবহাওয়া
কলকাতায় রবিবার এ পর্যন্ত মরশুমের শীতলতম দিন। এমন শীত চলবে। মঙ্গল-বুধবার নাগাদ আরও নামবে পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
আরও পড়ুন:শীতে ঠোঁট ফাটার সমস্য়ায় জেরবার? ঘরোয়া টোটকাতেই সমস্য়ার সমাধান