Weather Update: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপ সরে গেছে ঝাড়খণ্ডের দিকে। শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ এখন শুধুই নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব কমায় আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূল ও সংলগ্ন জেলায় বইতে পারে দমকা বাতাস। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির দাপট কমলেও গরম কিন্তু কমছে না। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

টানা কয়েকদিনের বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকে কিছু রোদ ঝলমলে আকাশ দেখা গিয়েছে। বুধবার থেকেই কমেছে বৃষ্টি। তবে বৃষ্টি কমলেও সমুদ্র এখনও উত্তাল রয়েছে। আর তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। সুন্দরবনের সমস্ত উপকূল থানার পক্ষ থেকে চলেছে মাইকে প্রচার। জেলা প্রশাসনের পাশাপাশি মহকুমা ও ব্লকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। বেহাল বাঁধগুলির ওপর নজর রাখতে বলা হয়েছে সেচ দফতরের আধিকারিকদের। 

উত্তরবঙ্গের আবহাওয়া 

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকালে আলিপুরদুয়ারে হড়পা বানের কবলে পড়ে একটি যাত্রীসহ বাস। মাদারিহাট-টোটোপাড়ার রাস্তায় সেতুহীন বাঙরি নদী পেরনোর সময় বাসটি আটকে যায়। বেশ কিছু স্কুল পড়ুয়া সহ সব যাত্রীকেই নিরাপদে উদ্ধার করা হয়। 

চলতি সপ্তাহের শুরু থেকে টানা বৃষ্টি, একাধিক জেলায় বন্যা পরিস্থিতি 

অন্যদিকে, বীরভূমে ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নলহাটির বিস্তীর্ণ এলাকা। রাতেই বীরভূমের জেলাশাসক বিধান রায়কে নিয়ে এলাকা পরিদর্শন করেন নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিং। আজ সকালে ওই এলাকায় যান নলহাটির BDO-সহ প্রশাসনিক আধিকারিকরা। ড্রোন উড়িয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হয়। বিগত কয়েকদিনের অনবরত বৃষ্টির জেরে ঘাটাল এখনও প্লাবিত। ভোগান্তিতে সাধারণ মানুষ। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। জলে ভাসছে মালদা শহরও। মাত্র দু'দিনের বৃষ্টিতে মালদহের ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। কোথাও হাঁটু জল আবার কোথাও বাড়ির ভেতরে জল। জল ঢুকেছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালেও। জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী এবং আত্মীয়দের।