কলকাতা : তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের দাপট চলছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে শীতের আমেজ জারি থাকবে। আজও শীতের আমেজ অব্যাহত রয়েছে কলকাতায়। গত কয়েকদিন ধরেই আবহাওয়া বেশ ঠান্ডাই রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বিশেষত জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে।
আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা, শহরতলিতে শীতের আমেজ বজায় থাকবে ভালভাবেই, আভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে একলাফে সাংঘাতিক মাত্রা পারদ পতনের কোনও সম্ভাবনা এখন আর রয়েছে কিনা, সেই ব্যাপারে হাওয়া অফিসের তরফে কিছু জানানো হয়নি। কিন্তু চলতি সপ্তাহে এবং আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গবাসী শীতের আমেজ ভালভাবেই উপলব্ধি করতে পারবেন। এই মুহূর্তের বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার থাকবে আকাশ। ঠান্ডা হাওয়া বইবে দিনে এবং রাতে। তাপমাত্রা ফারাক ভালভাবে বোঝা যাবে রাতে এবং ভোরের দিকে। কুয়াশার দাপট সেভাবে কিছু থাকবে বলে জানানো হয়নি আবহাওয়া দফতরের তরফে।
কলকাতায় একই দিনে জোড়া দুর্ঘটনা
ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে রেড রোডে বুধবার সাতসকালে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফেরারি গাড়ি প্রথমে ধাক্কা মেরেছে একটি ল্যাম্প পোস্টে। তারপর ওই গাড়িটি ধাক্কা মারে একটি গাছে। সেই সময় এক সাফাই কর্মী আহত হন। বিলাসবহুল গাড়িতে ছিলেন বাবা এবং ছেলে। জখম হয়েছেন তাঁরাও। যে ল্যাম্প পোস্টে গাড়িটি সজোরে এসে ধাক্কা মেরেছিল, তা উপড়ে গিয়েছে। অতএব বোঝাই যাচ্ছে গাড়ির গতি স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। চালক কীভাবে, কেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনা ঘটালেন তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, অতিরিক্ত গতি থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মেরেছে ল্যাম্প পোস্ট এবং গাছে।
অন্যদিকে, ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের ঢালাই ব্রিজের কাছেও ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। পুলিশ সূত্রে খবর, তীব্র গতিতে বাইকটি আসছিল রুবি মোড়ের দিকে। অতিরিক্ত গতির কারণে সজোরে একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে বাইকটি। দুর্ঘটনা এতটাই জোরদার ছিল যে মৃত্যু হয় বাইক চালকের। পুলিশ সূত্রে দাবি, যে বাইক আরোহীর মৃত্যু হয়েছে, তাঁর, মাথায় কোনও হেলমেট ছিল না।