আবির দত্ত, কলকাতা : বছর শেষে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। আজও ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দশমিক ৪ ডিগ্রি বেশি। শুকনো আবহাওয়া থাকার কারণে আগামী কয়েকদিন ক্রমশ কমবে কলকাতা-সহ গোটা রাজ্যের তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর। ফলে বছর শেষে জাঁকিয়ে শীত অনুভব করবেন রাজ্যবাসী। আজ ফের ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে কলকাতার তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ সেলসিয়াস। আগামী কয়েকদিন আরও নামবে পারদ। গোটা রাজ্যের তাপমাত্রাও ক্রমে নিম্নমুখী। পশ্চিমের জেলাগুলিতেও জাঁকিয়ে শীত। পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে তাপমাত্রা আগামী কয়েকদিন ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। 

Continues below advertisement

আগামীকাল বড়দিন। ক্রিসমাসে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় শীতের আমেজ ভরপুর বজায় থাকবে, একথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। ২৫ ডিসেম্বর থেকে পারদ পতনের সম্ভাবনাও রয়েছে। ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সেই সঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপটও। রাতে এবং ভোরের দিকে শীতের আমেজ বেশি অনুভূত হবে। বইবে ঠান্ডা হাওয়াও। এর আগেও কলকাতার তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে। ক্রিসমাস এবং বছর শেষে নতুন বছরকে স্বাগত জানানোর সময় দক্ষিণবঙ্গবাসী শীতের আমেজ ভালভাবেই উপভোগ করতে পারবেন বলে অনুমান করা হচ্ছে। দার্জিলিং ও পার্বত্য অঞ্চলে তাপমাত্রা থাকবে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের দিকে জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। 

বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য বর্তমানে কোনও ওয়েদার সিস্টেম নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতে। রোদ ঝলমলে আবহাওয়াই মূলত পাওয়া যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বছরের শেষলগ্নে, আগামী কয়েকদিনে স্বাভাবিকের থেকে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণের জেলাগুলিতেও মাঝারি ধরনের কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দৃশ্যমানতা বেশ কিছুটা কম। 

Continues below advertisement

গত কয়েকদিনে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বিশেষ করে দিনের তাপমাত্রা। গত সপ্তাহ থেকেই বেশ কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। তাপমাত্রা তো কমেইছে। সেই সঙ্গে বাতাসে রয়েছে যথেষ্ট শিরশিরানি। বইছে ঠান্ডা হাওয়াও। জাঁকিয়ে শীতের অনুভূতি পেয়েছেন দক্ষিণবঙ্গবাসী। আগামী কয়েকদিনও আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার থেকে কিছুটা বেশি ঠান্ডা থাকবে পশ্চিমের জেলাগুলিতে। অর্থাৎ কলকাতার থেকে কিছুটা কম থাকবে এইসব জেলার তাপমাত্রা।