অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বড়দিনে কেমন থাকতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া? ক্রিসমাসের পাশাপাশি বছর শেষেও কি অনুভূতি পাবেন জাঁকিয়ে শীতের? আগামী কয়েকদিন কতটা ঠান্ডা আবহাওয়া থাকতে চলেছে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে? পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কী বলছে হাওয়া অফিস? জেনে নিন।
হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই থাকবে ঘন কুয়াশার দাপট। পশ্চিমের বিভিন্ন জেলা যেমন পশ্চিম বর্ধমান, বীরভূমে থাকবে ঘন কুয়াশা। অন্যান্য জেলাগুলিতেও কুয়াশার দাপট থাকবে। আর তার জেরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কম থাকবে। পশ্চিমবঙ্গের জন্য বর্তমানে কোনও ওয়েদার সিস্টেম নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতে। গত কয়েকদিনে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে বিভিন্ন জেলায়। বিশেষ করে দিনের তাপমাত্রা। গতকাল থেকে বেশ কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। তাপমাত্রা তো কমেইছে। সেই সঙ্গে বাতাসে রয়েছে যথেষ্ট শিরশিরানি। বইছে ঠান্ডা হাওয়াও। জাঁকিয়ে শীতের অনুভূতি পেয়েছেন দক্ষিণবঙ্গবাসী।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা রয়েছে। তারপর ২ দিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী ২-৩ দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। তবে ২৫ ডিসেম্বর থেকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা ও আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পশ্চিমের জেলাগুলোতে আরও কিছুটা কম, ২-৩ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা থাকবে। সেই সঙ্গে থাকবে কুয়াশার দাপট। তবে ধীরে ধীরে কমবে কুয়াশার দাপট কমবে। অর্থাৎ বড়দিনে শীতের আমেজ বেশ জমিয়ে উপভোগ করতে পারবেন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার বাসিন্দারাই।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহে আবহাওয়ায় উল্লেখযোগ্য় কোনও পরিবর্তন হবে না। বছরের শেষ কয়েকটা দিনে জমিয়ে ঠান্ডা উপভোগ করবে রাজ্য়বাসী, এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। ঘন কুয়াশার দাপটে মালদা-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেশ অনেকটাই কমে গিয়েছে। আগামী কয়েকদিনও আবহাওয়ায় থাকবে শীতের আমেজ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকেই কমই থাকবে। অর্থাৎ দক্ষিণের মতো উত্তরের জেলাগুলিতেও বড়দিনের আশপাশের সময় এবং বিশেষত ক্রিসমাসের দিন ঠান্ডা আবহাওয়াই অনুভূত হবে।