সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গে (South Bengal ) হালকা শীতের আমেজ। যদিও সম্প্রতি তাপমাত্রা বেড়েছে কয়েক ডিগ্রি। তবে শীত যে আসন্ন, তা জানান দিচ্ছে বাতাসের শুষ্ক ভাব। এ বছর দুর্গা পুজোর আগেই পাকাপাকিভাবে বিদায় নিয়েছে বর্ষা। তবে এখনও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তারপরই তাপমাত্রা নামবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আবহাওয়া দফতর জানাচ্ছে, পুবালি হাওয়ার প্রভাব বাড়ছে। সঙ্গে ঢুকছে জলীয় বাষ্প। এর জের আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। শুক্র থেকে রবিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতায় বজ্রবিদ্য়ুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবারো তাপমাত্রা নামতে পারে বলে ধারণা আবহাওয়া অফিসের।
এক নজরে দেখে নেওয়া যাক, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার
- হাওড়া
- হুগলি
- নদিয়া
- পুরুলিয়া
- বাঁকুড়া
- পূর্ব মেদিনীপুর
- পশ্চিম মেদিনীপুর
- ঝাড়গ্রাম
- দক্ষিণ ২৪ পরগনা
- দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম।
শনিবার বৃষ্টি হতে পারে : - কলকাতা
- দক্ষিণ ২৪ পরগনা
- হাওড়া
- হুগলি
- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
- ঝাড়গ্রাম
- বাঁকুড়া
- পুরুলিয়া জেলাতে
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে। দার্জিলিং ও কালিম্পং ( Darjeeling, Kalimpong ) এর কিছু এলাকায় হালকা বৃষ্টি দু-এক পশলা হতে পারে। বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের কিছু অংশে। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ক্রমশ শুকনো বাতাস জলীয় বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ ক্রমশ বাড়বে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্র ও শনিবার, হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে।কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে
7 Day's Forecast Date Min Temp Max Temp Weather 03-Nov 24.0 32.0 Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm 04-Nov 24.0 31.0 Generally cloudy sky with Light rain 05-Nov 24.0 32.0 Mainly Clear sky 06-Nov 23.0 32.0 Mainly Clear sky 07-Nov 22.0 31.0 Mainly Clear sky 08-Nov 21.0 31.0 Mainly Clear sky 09-Nov 21.0 31.0 Mainly Clear sky
আরও পড়ুন: -
ব্যক্তি জ্যোতিপ্রিয় মল্লিক কী করেছেন, তার জন্য দলের ভাবমূর্তি কেন নষ্ট হবে? মন্তব্য কাকলির