কলকাতা: সপ্তাহের শুরুতে পারদের মেজাজ সপ্তমে চড়লেও, গত ৪৮ ঘণ্টায় হৃদয়বান হয়েছে প্রকৃতি। অস্বস্তি সরিয়ে ভিজেছে কিছু জেলা। যারা ভেজেনি, তারা পেয়েছে ভিজে ও ঠান্ডা হাওয়া। বলা যায়, সব মিলিয়ে রবিবার ভালই যাবে, এই আশায় রাজ্যের বাসিন্দারা। কিন্তু ওই যে দূষণে দূষণে এমনই অবস্থা, তাই বিশ্বাস নেই, কখন মেঘলা আকাশের গরমে, অস্বস্তি উঠবে চরমে ! যাইহোক, আগামীকাল কেমন আবহাওয়া থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? সব জল্পনা সরিয়ে আশার খবরই শোনাল ফের আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়।দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।
কোন জেলায় কেমন আবহাওয়া?
জেলা | তাপমাত্রা, আর্দ্রতা |
উত্তর ২৪ পরগনা | ২০ ডিগ্রি, ৭৬ % আর্দ্রতা |
দক্ষিণ ২৪ পরগনা | ২০ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পূর্ব মেদিনীপুর | ২১ ডিগ্রি, ৮২% আর্দ্রতা |
হাওড়া | ১৯ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা |
কলকাতা | ২০.৩ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা |
হুগলি | ১৯ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পুরুলিয়া | ১৭ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা |
ঝাড়গ্রাম | ১৮ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পশ্চিম মেদিনীপুর | ২১ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা |
বাঁকুড়া | ১৮ ডিগ্রি, ৬০% আর্দ্রতা |
পশ্চিম বর্ধমান | ১৮ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা |
পূর্ব বর্ধমান | ১৮ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা |
বীরভূম | ১৮ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
মুর্শিদাবাদ | ১৫ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা |
নদিয়া | ১৯ ডিগ্রি, ৬০% আর্দ্রতা |
আবহাওয়ার আপডেট:
উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে। রবিবার দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস।তবে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে। রবিবার দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই তেমন, বলেই জানিয়েছে হাওয়া অফিস।