কলকাতা: প্রাক বর্ষার বৃষ্টি শুরু বঙ্গে। মূলত মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে।বঙ্গোপসাগরে নিম্নচাপ।বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সর্তকতা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জল স্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জমবে জল; নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে।বর্ষা আসছে।

Continues below advertisement

আগামী তিন দিনের মধ্যে বর্ষা উত্তরবঙ্গে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরো কিছুটা এগিয়ে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়লো বর্ষা। আসাম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আওতায়। আগামী তিন দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। 

Continues below advertisement

আরও পড়ুন, বাবার জেতা আসনে মেয়েকে প্রার্থী করল শাসক দল, কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

 মৌসুমী অক্ষরেখা মুম্বাই পুনে সোলাপুর কালাবুরাগি মেহবুবনগর ও কাবালীর উপর দিয়ে আগরতলা ও গোয়ালপাড়া পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ুর পরিস্থিতি অনুকূল। কয়েকদিনের মধ্যে মধ্য আরব সাগরের সম্পূর্ণ অংশ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্রের আরো কিছু অংশ, কর্নাটকের বেশিরভাগ অংশ পৌঁছে যাবে মৌসুমী বায়ু। আগামী দু তিন দিনে উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। এই সময়ে বর্ষা ঢুকে পড়তে পারে সিকিম এবং উত্তরবঙ্গে।

সিস্টেম পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সং‌লগ্ন এলাকায় আজ ২৭ মে মঙ্গলবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। পরবর্তী দুই দিনের মধ্যে আরো শক্তি বাড়াবে এই নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরের দিকে অভিমুখ।আরব সাগর রাজস্থান আসামের উপর সক্রিয় ঘূর্ণাবর্ত।  পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এর প্রভাবে একটি ঘূর্ণাবর্ত এলাকা তৈরি হয়েছে হরিয়ানাতে। আরব সাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে মারাঠাওয়াড়াতে নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তি হারিয়ে আরো দুর্বল হয়ে যাবে।একটি অক্ষরেখা মারাঠা ওয়াড়ার নিম্নচাপ এলাকা থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত যেটি ওড়িশা ও ছত্তিশগড়ের উপর দিয়ে আছে।

মৎস্যজীবীদের সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে বুধবার থেকে। ৩৫ থেকে ৪৫ কিলোমিটার সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে সমুদ্রে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে বুধবার থেকে। বৃহস্পতিবার থেকে বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে প্রবেশ নিষেধ। বৃহস্পতি ও শুক্রবার সমুদ্র তীরবর্তী এলাকায় সমস্ত রকম বিনোদন কাজ থেকে বিরত থাকতে পরামর্শ আবহাওয়া দপ্তরের।দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ও বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। কাল বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।  বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দশ জেলাতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা সাত জেলাতে। পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং হুগলি জেলাতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা। শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ জেলাতে।

 উত্তরবঙ্গে আজ মঙ্গলবার ও বুধবার সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হতে পারে। বৃহস্পতিবার থেকে ফের সর্তকতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির। প্রবল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও কোচবিহারের দু এক জায়গায়। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার এবং শনিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা বা প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।  রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে।

কলকাতায় মূলত মেঘলা আকাশ। ঝড় বৃষ্টিতে কিছুটা স্বস্তি। বৃষ্টি না হলে জলীয় বাষ্পের কারনে অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  বুধবার ২৮ মে থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা।কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৯৭ শতাংশ। 

 ভিনরাজ্যে কর্নাটকে প্রবল বর্ষণের আশঙ্কা; কেরালা মাহে এবং  তামিলনাডু পন্ডিচেরি ও কড়াইকালে প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মহারাষ্ট্র কর্ণাটক কঙ্কন ও গোয়াতে।