ঝিলম করঞ্জাই , কলকাতা : সোমবার অবধি বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু বঙ্গে চতুর্থ দফার ভোটের দিনটা ছিল মোটামুটি বৃষ্টিহীনই। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সমুদ্র লাগোয়া জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সমুদ্র সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলি শুষ্কই থাকবে।
কবে বর্ষা?
এরই মধ্যে সকলের আগ্রহ বৃষ্টি কবে আসবে। জুনের প্রথম সপ্তাহেই বর্ষার প্রবেশের অফিসিয়াল টাইম। কিন্তু এবার সেই শুভাগমন হতে চলেছে আগেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, স্বাভাবিক সময়ের আগেই ১৯ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে। আবহাওয়া দফতর। সূত্রে খবর, বঙ্গোপসাগরে ও আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশে করতে চলেছে ১৯ মে নাগাদ। তাই এবার আগেভাগেই ভারত ভূখণ্ডে বর্ষা ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে। আন্দামান ও নিকোবারে বর্ষার প্রবেশ ঘটবে আরও আগে।
আগেই মৌসম ভবন জানিয়েছে, চলতি বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। দীর্ঘ হবে বর্ষাকাল। IMD র রিপোর্ট অনুসারে, চলতি বছর গড়ে ৮৭ সেন্টিমিটার বৃষ্টি হবে ভারতে। আবহাওয়া দফতর মনে করছে, এল নিনোর প্রভাবে বর্ষার প্রথম ভাগে তাপমাত্রা বাড়বে। যা মোটামুটি জুলাই অবধি চলবে। এরপর বৃষ্টি বাড়বে । দুর্যোগ বাড়বে সারা দেশেই । ২০১৬ সালের পর এই প্রথম আবহাওয়া দফতর বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গত বছর, এল নিনোর প্রভাবের বর্ষায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে নিচে ছিল।
আবার বাড়বে গরম?
পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় মঙ্গলবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ১৫ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবহাওয়ার শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা। একলাফে বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি ।
মঙ্গলবার থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে কলকাতা ও বিভিন্ন জেলার। আগামী ৩ দিনে তাপমাত্রা বাড়বে কিন্তু এই মুহূর্তে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে, প্রতিদিনই বৃষ্টি হবে। সব জেলাগুলিতেই বর্ষণের সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় মঙ্গলবার সামান্য বৃষ্টি হতে পারে। তবে বুধ থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আরও পড়ুন : সঙ্কটের মেঘ কাটাবে জ্যৈষ্ঠ-মঙ্গলবারে এইভাবে বজরঙ্গবলীর আরাধনা