কলকাতা: সকাল থেকেই আর্দ্রতা চরমে কলকাতায়। বিকেলেও সেই আর্দ্রতাজনিত অস্বস্তি নামেনি। তবে সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কার বার্তা দিল হাওয়া অফিস। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? বিস্তারিত জানাল হাওয়া অফিস।


দক্ষিণবঙ্গের ৯ জেলায় রয়েছে হলুদ সতর্কবার্তা


IMD সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গের ৯ জেলায় রয়েছে হলুদ সতর্কবার্তা। শনিবার দুই মেদিনীপুর ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। মূলত, শিয়রে নিম্নচাপ। তার জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে । শনি ও রবিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণের প্রায় সব জেলাতেই। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া।


উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা


অন্যদিকে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। IMD সূত্রে খবর, আগামীকাল উত্তরবঙ্গের ৩ জেলায় রয়েছে হলুদ সতর্কবার্তা।শনিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি।সিকিম, ভুটানেও ভারী বৃষ্টি হবে। ফলে ফের উত্তরবঙ্গের কয়েকটি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বাংলায় এই বৃষ্টি বলে আবহাওয়া দফতর জানিয়েছে।


ভারী বৃষ্টি চলবে


উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা গত ৪৮ ঘণ্টা আগেই মিলেছিল।  অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছিল। উত্তরের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি চলবে বলে আগাম জানানো হয়েছিল। তবে এবার শুধু উত্তরবঙ্গেই নয়, আগামীকাল ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।  মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। ত্রিফলা প্রভাবেই বাংলায় এই বৃষ্টি। 


আরও পড়ুন, আরজি করে রহস্যমৃত্যুতে কর্মবিরতিতে চিকিৎসকরা, ভোগান্তি চরমে..


 অতিবৃষ্টি


মূলত গত মাস থেকেই অতিবৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। যার জেরে সমস্যা বেড়েছে বাসিন্দাদের। লাগাতার বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। এদিকে সম্প্রতি টানা বৃষ্টিতে তিস্তায় জলচ্ছ্বাস দেখা গিয়েছে গত মাস থেকেই। এদিকে তার উপরে রাম্বি ও কালিঝোরা ড্যামের থেকেও জল ছাড়া হয়েছিল।যার জেরে জলমগ্ন হয়ে পড়েছিল তিস্তা বাজার এলাকা। তিস্তা ব্যারেজ থেকে বারংবার জল ছাড়তেই ফুলে ফেঁপে উঠেছিল। তিস্তার জল ঢুকে প্লাবিত হয়ে পড়ে জলপাইগুড়ির মালবাজারের টোটগাঁও।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।