কলকাতা: আচমকা টানা ভ্যাপসা গরমের থেকে আজ মহালয়ার দিন সামান্য হলেও মুক্তি মিলেছে। পূর্বাভাস মিলিয়েই হালকা-মাঝারি বৃষ্টি হয়েছে মঙ্গলবার বাংলার একাধিক জেলায়। অতি ভারী বর্ষণের আশঙ্কা না থাকলেও আগামীকাল ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বঙ্গেই। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? চলুন জেনে নেওয়া যাক।
আইএমডি সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা থাকছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে।আবহাওয়া সূত্রে খবর, এদিন কলকাতায় ২৬ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তবে আগামীকাল কলকাতায় ২৬ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
তবে আর্দ্রতাটা নেমে এসেছে। এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। তবে গতকাল সারাদিন কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় চরম অস্বস্তিকর আবহাওয়া ছিল। আর্দ্রতা জ্বালা ধরাচ্ছিল, আজ তা থেকে অনেকটাই মুক্তি মিলেছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে আগামীকাল, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। অন্য়দিকে, আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজ, দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন, RG কর কাণ্ডের প্রতিবাদে 'অপরাজিতা', হুগলির বনেদি বাড়িতে এবার 'অন্য' দুর্গাপুজো
এদিকে, গত কয়েক দিনে বদলাতে শুরু করেছিল ছিল বানভাসি ছবিটা, জল কমতে শুরু করেছিল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একাধিক এলাকায়। এরই মধ্যে ফের ঘাটলের আকাশে চিন্তার মেঘ, নিম্নচাপের জেরে বৃষ্টিতে, ফের জমা জলের পরিমাণ বাড়তে শুরু করেছে।একই জলছবি দেখা যাচ্ছে হুগলির খানাকুলে। বৃষ্টি এবং নদীবাঁধ ভেঙে যাওয়ায় ফের বাড়তে শুরু করেছে জমা জলের পরিমাণ। ফলে ধান্যঘড়ি, বন্দর, কাকনানের বাসিন্দাদের পুজোর মুখে নতুন করে দুশ্চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে কপালে।পশ্চিম মেদিনীপুরের ডেবরার ত্রিলোচনপুরে এখনও জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যেই ফের বৃষ্টির বাড়তে পারে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।