কলকাতা: মঙ্গলে দিনভর শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। রাত পেরোলে তাপমাত্রা কি আরও নামতে পারে ? কেমন থাকবে আগামীকালের আবহাওয়া ? জানিয়ে দিল হাওয়া অফিস।
অবাধ উত্তুরে হাওয়ায় পারদ পতন অব্যাহত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। পুরুলিয়া ১২, শ্রীনিকেতন ১৩, ঝাড়গ্রাম ১৪, বর্ধমানে ১৫-র ঘরে নেমেছে পারদ। রাজ্যজুড়ে শীতের আমেজ। উত্তরবঙ্গের ৩ জেলায় ঘন কুয়াশা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। সপ্তাহভর গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। তবে এখনই কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই।
আবহাওয়া সূত্রে খবর, এদিন কলকাতায় ১২ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়ার্স মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তবে আগামীকাল কলকাতায় ১২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়ার্সের মধ্যে তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আর্দ্রতাটা সামান্য হলেও সকালে একটু কমেছে। আপেক্ষিক আর্দ্রতা ফের ৮০ এর উপরে উঠেছে । এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। কিন্তু বিকেলের দিকে তা সামান্য উপরে ওঠে। বিকেল সাড়ে ৫ টায় তা এসে পৌঁছয় ৭৯ শতাংশে। বাতাসে জলীয় বাষ্পের কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে। নভেম্বরের শেষে এই শীতের আমেজ আরও বাড়বে রাজ্যজুড়ে।
আরও পড়ুন, বেতন হয়নি ২ মাস ! চলছে না সংসার, কান্নায় ভেঙে পড়লেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মী
মাসের শেষ হওয়ার আগেই রাত ও সকালে পাখা অফ করতে হচ্ছে। আলমারি থেকে বেরিয়ে পড়েছে চাদর- কাঁথা। কেউ কেউ আবার চাদরমুড়ি দিয়ে পাখার স্পিড কম করে রাখছে। সবমিলিয়ে মনোরম আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।সম্প্রতি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছিল। এছাড়া আরও ঘূর্ণাবর্ত ছিল দক্ষিণ বাংলাদেশে। একটি অক্ষরেখা ছিল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশে। নভেম্বরের শেষ দিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদ শীতের আমেজের উপযোগী হওয়ার সম্ভাবনা ছিল। সেই মতোই শীতের আমেজ রাজ্যজুড়ে। নভেম্বরের ২৫ তারিখের পর অবাধ উত্তুরে হাওয়ার পূর্বাভাস।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।