Border-Gavaskar Trophy: পারথে প্রথম টেস্টে কারা নামবেন মাঠে? ভারতের স্লিপ ফিল্ডিং দেখেই মিলল স্পষ্ট পূর্বাভাস

IND vs AUS 1st Test: প্রথম টেস্টের জন্য রোহিত শর্মা নেই। শুভমন গিলের আঙুল ভাঙায় তিনিও যে এই ম্যাচে খেলতে পারবেন না, তা কার্যত নিশ্চিত।

Continues below advertisement

পারথ: মাত্র দিন তিনেক বাকি। তবে পারথে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে (IND vs AUS 1st Test) ভারতীয় একাদশে কারা খেলবেন, বিশেষত দলে কোন ব্যাটাররা সুযোগ পাবেন, সেই নিয়ে রয়েছে প্রবল প্রশ্নচিহ্ন। সদ্যই বাবা হওয়া রোহিত শর্মা পারথে প্রথম টেস্টে নেই। আন্তঃদলীয় ম্যাচে আঙুল ভাঙা শুভমন গিলকেও যে টিম ইন্ডিয়া পাবে না, তা একপ্রকার কার্যত নিশ্চিত। এই তারকাদের অনুপস্থিতিতে কারা খেলবেন প্রথম টেস্টে? মিলল পূর্বাভাস।

Continues below advertisement

ঘটনাক্রমে রোহিত শর্মা এবং শুভমন গিল, উভয় ক্রিকেটারই স্লিপে ফিল্ডিং করে থাকেন। তাঁদের অনুপস্থিতিতে ভারতীয় দলের ফিল্ডিং সেশনের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা দেখে মনে হচ্ছে সম্ভবত দেবদত্ত পাড়িক্কাল ও ধ্রুব জুরেলকেই পারথে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখা যাবে। ফিল্ডিংয়ের সময় পাড়িক্কাল, কোহলি, যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলদের স্লিপে ফিল্ডিং করতে দেখা যায়। অপরদিকে, জুরেলকে গালিতে ফিল্ডিং করতে দেখা যায়।

 

পাড়িক্কাল কিন্তু ভারতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ছিলেন না। তবে গিলের চোট পাওয়ার পরেই দেবদত্ত পাড়িক্কালকে দলে নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও সরকারিভাবে কোনও ঘোষণা এখনও করা হয়নি। তবে তিনি ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে পারেন বলেই খবর। দেবদত্ত সম্প্রতি ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে মোটামুটি খারাপ পারফর্ম করেননি। দুই আনঅফিশিয়াল টেস্টে ৩৬, ৮৮, ২৬ ও এক রান করেছেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ায় খেলায় তিনি অজ়ি পরিবেশের সঙ্গে মানিয়েও নিয়েছেন। সেই কারণেই সম্ভবত পাড়িক্কালকে রেখে দেওয়া হয়েছে।

অপরদিকে, জুরেলও কিন্তু ইন্ডিয়া 'এ'-র হয়ে একটিমাত্র ম্যাচ খেললেও, দুরন্ত হাফসেঞ্চুরিতে নজর কাড়েন। তাই তাঁকে দলে নেওয়া হলে অবাক হওয়ার কিছুই থাকবে। পাশাপাশি এই ফিল্ডিং দেখে যা মনে হল, তাতে সম্ভবত রোহিতের পরিবর্তে ওপেনার হিসাবে কেএল রাহুলকেই সুযোগ দেওয়া হবে। ফলে অভিমন্যু ঈশ্বরণকে হয়তো অপেক্ষাই করতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ব্যাট চললেই গড়বেন গুচ্ছ রেকর্ড, বর্ডার-গাওস্কর ট্রফিতে ইতিহাসের হাতছানি কোহলির সামনে 

Continues below advertisement
Sponsored Links by Taboola