কলকাতা: রাত পেরোলেই ২১ জুলাই। এদিকে আকাশের কখন সাদা মেঘ, কখনও আবার ঘন কালো মেঘের খেলা। বোঝা দায় আবহাওয়ার মেজাজ ! তবে আমরা ঠাহর করতে না পারলেও, পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্য়েই জানিয়েছে, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া ?


২১ জুলাই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে 


দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জন্য জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।রবিবার মূলত দক্ষিণবঙ্গের ৫ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হলুদ সতর্কতা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল ২১ জুলাই রবিবার দক্ষিণবঙ্গের ৫টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, মেদিনীপুরে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, হাওড়া, হুগলি ও বীরভূম জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। 


কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?


প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। গত মাসেই ধস নেমে বন্ধ হয়ে গিয়েছিল একাধিক রাস্তা। প্লাবিত হয়ে পড়ে বেশ কিছু গ্রাম। উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানায় আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও আগামীকাল রবিবার থাকছে হলুদ সতর্কতা।এদিন হাওয়া অফিস জানিয়েছে,মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।


আরও পড়ুন, কারেন্ট না থাকায় টর্চের আলোয় ডেলিভারি ! বিদ্যুৎ বিভ্রাট পুরুলিয়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে


টানা বৃষ্টিতে জল থইথই জলপাইগুড়ি


টানা বৃষ্টিতে জল থইথই জলপাইগুড়ি। এবার করলা নদীর জল ঢুকল শহরে। প্লাবিত জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড। নিচ মাঠ ও পরেশ মিত্র কলোনি এলাকায় ঘরে ঘরে জল, জলবন্দি বহু মানুষ। করলা নদী লাগোয়া দিনবাজার এলাকায় হাঁটু-সমান জল। মাছ বাজার, পাইকারি বাজারে জল ঢোকায় সেতুর ওপরে বসে চলছে বেচাকেনা। একাধিক দোকান জলমগ্ন হয়ে পড়ায় মজুত জিনিস নষ্টের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কবে জল নামবে, তা নিয়ে চিন্তায় জলপাইগুড়ির বাসিন্দারা। অন্যদিকে, পাহাড়ে টানা বৃষ্টিতে কালিম্পঙের তিস্তাবাজার এলাকা জলমগ্ন। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তার জল। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।