কলকাতা: ডিসেম্বরের শেষ পর্বে শীতের ঝোড়ো ব্য়াটিং শুরু। চলতি মরশুমে প্রথমবার কলকাতায় ১৩ ডিগ্রির নীচে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে জাঁকিয়ে শীতের আমেজ বজায় থাকবে, জানিয়েছে আবহাওয়া দফতর। 

Continues below advertisement

আরও পড়ুন, স্ত্রী-কন্যাকে নিয়ে ব্রিটেনে কাটিয়েছেন ১৭ বছরের স্বেচ্ছানির্বাসন,বাংলাদেশে খালেদা পুত্র ফেরায় নতুন সমীকরণ?

Continues below advertisement

জাঁকিয়ে শীত পড়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

শুক্রবার কলকাতার তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এবার সেই পূর্বাভাসই সত্যি হল। যদিও এরপরে ফের বাড়বে তাপমাত্রা বলেই পূর্বাভাস।শুক্রবারের পরে ৫ দিন ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। জাঁকিয়ে শীত পড়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় কেমন আবহাওয়া ?

আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়  গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনে ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর আবহবিদ  সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে। এক্ষেত্রে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি কম থাকবে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নীচে থাকবে। 

উত্তরবঙ্গে শীতল দিনের পরিস্থিতি

 কলকাতা ও সংলগ্ন এলাকায় গতকাল ছিল মরশুমের শীতলতম দিন। উত্তরবঙ্গে শীতল দিনের পরিস্থিতি হয়েছিল দুই জেলায়। ঘন কুয়াশা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা। আগামী দুদিন কমবে তাপমাত্রা। বছরের শেষ বা নতুন বছরের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃহস্পতিবার ছিল মরশুমের শীতলতম দিন।

 কলকাতার তাপমাত্রা আরো কিছুটা নামতে পারে, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে

 কলকাতার তাপমাত্রা আরো কিছুটা নামতে পারে। তারপর পরবর্তী ৫ দিন ফের ১৩-১৪ ডিগ্রি বা তার কাছাকাছি থাকবে তাপমাত্রা। বর্ষ শেষের দিনগুলিতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি কম থাকবে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে।