কলকাতা: রাত পেরোলেই রথযাত্রা (West Bengal Weather Update on Ratha Yatra 2024 )। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই আজ রাজ্য়ের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। তবে বাইরে বের হলেই ঘাম হওয়া থেকে মুক্তি নেই। অর্থাৎ বৃষ্টি হলেও স্বস্তি মিলছে না। বরং বেড়েই চলেছে আর্দ্রতাজনক অস্বস্তি। কলকাতায় আজ আপেক্ষিক আর্দ্রতা প্রায় ৯০ ছুঁইছুঁই (বিকেল সাড়ে পাঁচটা)। দিন ফুরোনোর আগেই ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। এদিকে রবিবার ভারী বর্ষণের আশঙ্কা উত্তরবঙ্গেও। আগামীকাল কেমন আবহাওয়া থাকবে দুই বঙ্গে ? দেখুন একনজরে।


আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?


আইএমডি কলকাতা সূত্রে খবর, আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বীরভূমে। আগামীকাল রবিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ৮ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে।


আগামীকাল কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?


অপরদিকে , মূলত আজ শনিবার ছিল উত্তরবঙ্গের ৫ জেলায় লাল সতর্কতা এবং ১ জেলায় হলুদ সতর্কতা। তবে আগামীকাল উত্তরবঙ্গের ৫ জেলায় থাকছে কমলা সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।মূলত গত কয়েকধরেই একটা বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পঙে। ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে। 


ভারী বৃষ্টিতে ফুঁসছে কোচবিহারের নদীগুলি


পাহাড়ে অবিরাম বৃষ্টি। ভারী বৃষ্টিতে ফুঁসছে কোচবিহারের নদীগুলি। মাথাভাঙার মানসাই নদীতে জারি হয়েছে হলুদ সতর্কতা। তোর্সা নদীতেও বাড়ছে জল। জল বাড়ছে তুফানগঞ্জে রায়ডাক ও সঙ্কোশ নদীতে।  তিস্তার জল ঢুকে প্লাবিত জলপাইগুড়ির মালবাজারের টোটগাঁও গ্রাম। ৫০টিরও বেশি পরিবার জলবন্দি হয়ে পড়েছে। আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুলে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েকবছর ধরে পাহাড়ে বৃষ্টি হলেই তিস্তারজলে ভাসছে গ্রাম। বিঘার পর বিঘা চাষের জমি, বাড়ি-ঘর, নদীর গ্রাসে চলে যাচ্ছে। স্থায়ী বাঁধের দাবি বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। পাশাপাশি, সমতলেও বৃষ্টি হচ্ছে। জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন।


আরও পড়ুন, ভোট লুঠ করে উপনির্বাচনে জিতছে চাইছেন মমতা : শুভেন্দু


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।