সঞ্চয়ন মিত্র, কলকাতা: নিম্নচাপের প্রভাবে রাজ্যের (West Bengal) আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হবে নিম্নচাপ। তার জেরে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে (West Bengal) ভারী বৃষ্টির সম্ভাবনা।

নিম্নচাপের প্রভাবে ফের দুর্যোগের ঘনঘটা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০টি জেলায় আজ হলুদ সতর্কতা (Yellow Alert) জারি হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি বইবে দমকা ঝোড়ো হাওয়া। জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদেরও সমুদ্রে নামা নিষেধ। 

এক নজরে কলকাতার আবহাওয়ার হাল হকিকত 

  • আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে : 
    Day - দিন  Min -সর্বনিম্ন তাপমাত্রা Max - সর্বোচ্চ তাপমাত্রা  এক নজরে আবহাওয়া 
    18-Aug 26.0 34.0 মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি 
    19-Aug 26.0 32.0 মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি 
    20-Aug 25.0 30.0 মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি 
    21-Aug 26.0 30.0 মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি 
    22-Aug 27.0 33.0 আংশিক মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি 
                                                                                              

কোন কোন জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে? 

  • দশ জেলার জারি হলুদ সতর্কতা।
  • ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
  • উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি বইবে দমকা ঝোড়ো হাওয়া। 

আরও পড়ুন: North 24 Parganas Weather Update: ফের নিম্নচাপের ভ্রুকুটি আজ কত উত্তর ২৪ পরগনার তাপমাত্রা?