কলকাতা: কখনও দেখা দিচ্ছে রোদ। কখনও আবার আকাশ কালো করে ঘনাচ্ছে মেঘ। তারপর ঝমঝমিয়ে বৃষ্টি (Rain Update)। বৃহস্পতিবার সারাদিন এমন ছবি দেখা গেল দক্ষিণবঙ্গজুড়ে। একইসঙ্গে উত্তরের জেলাগুলিও ভিজল বৃষ্টিতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়। শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনার জন্য রয়েছে সতর্কবার্তাও। তবে কাল থেকে আবহাওয়ার মেজাজ খানিকটা বদলাবে। কমবে বৃষ্টির পরিমাণ। সপ্তাহান্তে ফের রোদের দেখা মিলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। এদিন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত বলেন, "দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিছু কিছু জায়গায় হতে পারে শিলাবৃষ্টিও। তাই বিভিন্ন জায়গায় সময় মতো সতর্কবার্তাও দিতে শুরু করেছি। যেমন কলকাতার মধ্যে সল্টলেকে শিলাবৃষ্টি হতে পারে। আগামীকালও হালকা বৃষ্টি হতে পারে। আশা করছি শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণ ২৪ পরগনার জন্য সতর্কবার্তা রয়েছে।''
উত্তরবঙ্গের আবহাওয়া: দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে তুষারপাত হয়েছে দার্জিলিঙে। বরফে ঢেকেছে সান্দাকফু। হাওয়া অফিস সূত্রে খবর, "উত্তরবঙ্গে বৃষ্টিপাত বজায় থাকবে। সপ্তাহজুড়েই বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে।''
পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পুবালি হাওয়ার সংঘাতেই ভরা বসন্তেও শীতের আমেজ। সকালে কলকাতা-সহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট দেখা যায়। বসন্তের অকাল বৃষ্টিতে এক ধাক্কায় নামল পারদ। কলকাতায় গত ৫৪ বছরে এই নিয়ে দ্বিতীয়বার মার্চের তাপমাত্রা এতটা কমল। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১। যা স্বাভাবিকের থেকে ১৩ ডিগ্রি কম। এর আগে ২০০৩-এর ১৩ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল ২০.৩ ডিগ্রিতে। ১৯৭৪ সালের পর গতকাল পর্যন্ত দ্বিতীয়বার সবথেকে নীচে নামল সর্বোচ্চ তাপমাত্রা। আজ সকালেও কলকাতায় কুড়ির নীচে ছিল পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সোমনাথ দত্ত জানিয়েছেন, "সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে থাকবে। তবে তা অসহনীয় হবে না।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Firhad Hakim: 'আমি কী করে বলব, কী করে হল!' ৫ ফুটের উপর ৫ তলা বাড়ি প্রসঙ্গে প্রতিক্রিয়া ফিরহাদের