কলকাতা: গার্ডেনরিচের (Gardenreach Building Collapse) আজহার মোল্লাবাগানে ৫ ফুটের উপর ৫ তলা বাড়ি। পুরসভার নজর এড়িয়ে কীভাবে অবৈধ নির্মাণ? কিছুই জানেন না মেয়র (Firhad Hakim)! ফের দায় এড়ালেন তিনি। 


ভাবে অবৈধ নির্মাণ?


গার্ডেনরিচের দুর্ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে ১৩৪ নম্বর ওয়ার্ডের আজহার মোল্লাবাগানে, নিয়মকানুন শিকেয় তুলে তৈরি হয়েছে বিল্ডিং। গার্ডেররিচের এই বাড়িটিই এখন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অন্যতম আশ্চর্যের বিষয়। দু-হাতের মধ্যে ধরা যায় এই এক ফালি বাড়িটিকে। চার থেকে পাঁচ ফুটের ব্যবধানে দুটি বহুতল। আর তার মাঝে মাথা তুলেছে পাঁচ তলা এই বাড়ি। এই বাড়িতেই জীবনের ঝুঁকি নিয়ে থাকেন বাসিন্দারা। কিন্তু, পুরসভা? তাঁদের নজর কীভাবে এড়িয়ে গেল? এই প্রশ্নে মেজাজ হারালেন মেয়র ফিরহাদ হাকিম।           


কী বললেন মেয়র?


কলকাতা পুরসভার মেয়র, গার্ডেনরিচ যে বিধানসভার অন্তর্গত সেই কলকাতা বন্দরের বিধায়ক এবং রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। অথচ তিনিই বলছেন, বেআইনি নির্মাণ কী করে হল, সেটা আমি কী করে জানব? কী জানান মেয়র? ফিরহাদ বলেন, "আমি কী করে বলব, কী করে হল! আমি এখন রেসকিউ অপারেশনে আছি, রেসকিউ অপারেশন করব। আমি আইন হাতে নিয়ে বসে নেই যে সব আমার কাছে আসবে। যে যা বলুক, এটা নিয়ে আর কিছু বলব না। মানুষের পাশে থাকতে হবে, এটাই মূল কাজ।'' 


এদিকে গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে এবার ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করেছে কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা। লালবাজার সূত্রে খবর, বিভিন্ন ইমারতি দ্রব্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে ন্যাশনাল টেস্টিং সেন্টারে। খতিয়ে দেখা হবে, কী গুণমানের ইমারতি দ্রব্য ব্যবহার করা হয়েছিল। গার্ডেনরিচের পাহাড়পুরে ভেঙে পড়া বহুতলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এদিন ফের ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। গতকালই উদ্ধারকাজ শেষ করেছে NDRF। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও কলকাতা পুরসভা এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: West Bengal Weather: ভরা বসন্তে শীতের আমেজ, ফের ভিজবে আপনার জেলা?