কলকাতা : বছরের শুরুতেই শীতের আমেজ শহরজুড়ে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলানয় ১ ডিগ্রি কম। এরই মধ্যে ফের তৈরি হল বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলায় হবে বৃষ্টি ? জানিয়ে দিল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে।

কোথায় কোথায় কবে বৃষ্টি?

মঙ্গলবার দার্জিলিং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে তুষারপাতেরও। আবহাওয়া দফতরের পূর্বাভাস,মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ চার জেলাতে। দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। 

রবিবার থেকে হাওয়া-বদল

দক্ষিণবঙ্গে বছর শুরুতে শুরু হয়েছে শীতের দাপুটে ইনিংস।  এই পর্ব চলবে শনিবার পর্যন্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এরপর সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল হতে পারে। রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে। সোম ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা রয়েছে। কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই তিন জেলাতে। অন্যান্য জেলাতে ও সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা।   

কলকাতার আবহাওয়া 

সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবার থাকবে স্বাভাবিকের নিচে। সকালে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়লে রোদ ঝলঝলে হবে দিন। কাল শনিবার পর্যন্ত থাকবে এরকমই তাপমাত্রা। ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইক-এন্ডে বাড়বে উষ্ণতা। রবিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে কলকাতায়। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৫৮ থেকে ৯৬ শতাংশ।  

আগামী ৭ দিন কেমন থাকবে তাপমাত্রা কলকাতায় ?  
সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast/Warnings
Date Min Temp Max Temp Forecast Warnings RH 0830 RH 1730
03-Jan 13.0 24.0
Mainly Clear sky
No warning 0 0
04-Jan 14.0 25.0
Mainly Clear sky
No warning 0 0
05-Jan 15.0 27.0
Mainly Clear sky
No warning 0 0
06-Jan 16.0 27.0
Mainly Clear sky
No warning 0 0
07-Jan 15.0 27.0
Mainly Clear sky
No warning 0 0
08-Jan 14.0 26.0
Mainly Clear sky
No warning 0 0

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।