সঞ্চয়ন মিত্র, কলকাতা: শীতের বিদায় কার্যত হয়ে গিয়েছে। গরমও অনুভূত হয়েছে। এবার বৃষ্টির ভ্রূকূটি রাজ্য়ে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলাতেই আজ আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ (Thunderstorm in WB) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চার-পাঁচটি জেলায় শিলাবৃষ্টির সমস্যা হয়েছে, সঙ্গী হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলেও খবর।
আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain Forecast in West Bengal) সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।
আর কোথায় বৃষ্টি হবে?
বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গী হতে পারে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কতদিন বৃষ্টির পূর্বাভাস?
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে কোথাও বৃষ্টি, কোথাও আবার শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা। শুক্রবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং ও কালিম্পং এর কিছু এলাকায় দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
কলকাতায় কেমন আবহাওয়া?
কলকাতায় (Kolkata Weather) দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে অস্বস্তিও বাড়বে। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
আরও পড়ুন: ৩ পূর্ণ করল জেহ! রাহাকে নিয়ে পার্টিতে পৌঁছলেন মামা রণবীর, দেখা মিলল বায়ু-ইনায়া-তৈমুরের